বয়স্কদের ফ্রি কোরআন প্রশিক্ষণের ব্যবস্থা করল স্টার ক্লাবের সদস্যরা

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২১, ০৮:১৫ পিএম
মনিরুল ইসলাম, মৌলভীবাজার থেকে: আমাদের দেশের শহর,পাড়া মহল্লা ও গ্রামগঞ্জে এখন সামাজিক সংগঠনের ছড়াছড়ি।অনেক সামাজিক সংগঠন নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার জন্য কাজ করলেও বেশিরভাগ সংগঠন মানবতার কল্যাণে কাজ করছে সবসময়। মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় সামাজিক সংগঠনের ছড়াছড়ি।প্রতিদিনই সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন নতুন কমিটির আবির্ভাব হচ্ছে।এত এত সংগঠনের ভীরে প্রকৃত মানবতার তরে কাজ করা সংগঠন গুলো অনেক সময় কোনঠাসা ও প্রচার বিমুখ হয়ে পড়ছে। প্রচার বিমুখ এমনই একটি সংগঠন হলো মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার স্টার ক্লাব বেলাগাঁও।১৯৯৭ সালে বেলাগাঁও গ্রামের একঝাঁক তরুণ গ্রামের স্বপ্নগুলো সাজিয়ে তোলার তাগিদে এ সামাজিক সংগঠন টি গঠন করেন।গঠনের পর থেকে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে এ সংগঠনটি। কয়েকবছর পর পর নেতৃত্ব পরিবর্তনের মাধ্যমে গ্রামের নতুনদের নেতৃত্বে এনে সংগঠনের কার্যক্রমকে আরোও গতিশীল করছে এ সংগঠনটি। এ সংগঠনের সদস্যরা কখনো ত্রান নিয়ে অসহায় মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে,আবার কখনও অসহায় শিক্ষার্থীদের লেখাপড়ায় সহযোগিতা করছে, কখনও বা গ্রামের রাস্তা মেরামত সহ রাস্তা রক্ষায় নদীর পাড়ে বৃক্ষরোপণ করছে। এবারের কনকনে শীতে যখন অনেক অসহায় মানুষের শরীরে কাঁপন ধরেছিল ঠিক সেই মুহূর্তে গ্রামের শীতার্ত মানুষের ঘরে ঘরে শীতবস্ত্র পৌঁছে দিয়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। এত এত সামাজিক কাজ করার পর এবার এ ক্লাবের সদস্যরা একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ হাতে নিয়েছে। গ্রামের অনেক মানুষ আছে যারা বিভিন্ন কারণে ইসলাম ধর্মের পবিত্র কোরআন পড়া ভুলে গেছেন, তাদেরকে সহিহ ভাবে কোরআন শিক্ষা দেওয়ার জন্য ফ্রি কোরআন শিক্ষা কোর্স চালু করেছে এ সাউ সংগঠন টি।প্রতিদিন এশারের নামাজের পর কোরআন ভুলে যাওয়া বয়স্ক ও যুবকদের দেওয়া হবে এ প্রশিক্ষণ।ফ্রি কোরআন শিক্ষা ক্লাসে সকলের উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে আকর্ষনীয় পুরষ্কারের ও ব্যবস্থা করেছেন ক্লাবের সদস্যরা। কোরআন শিক্ষার পাশাপাশি এ প্রশিক্ষণে সহিহ ভাবে মাসয়ালা,মাসায়েল ও নামাজ প্রশিক্ষণের ও ব্যবস্থা রয়েছে। এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগ নেওয়ায় জুড়ী উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠন সহ অনেক আলোকিত মানুষ স্টার ক্লাব এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রশংসা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছেন। স্টার ক্লাব এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশনের বেলাগাঁও এর সাবেক সভাপতি শাহীন আহমেদ ও স্থায়ী কমিটির সদস্য সোহানুর রহমান সোহেল বলেন, সামাজিক ও ধর্মীয় দায়বদ্ধতা থেকে আমরা এ ধরনের একটি উদ্যোগ হাতে নিয়েছি।এ উদ্যোগ টি বাস্তবায়নে সকলের দোয়া চাই। জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম রেজা বলেন, সামাজিক সংগঠন হিসেবে এ ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। স্টার ক্লাবের এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগের সফলতা কামনা করছি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: