বগুড়ায় ১০৬ নমুনায় শনাক্ত ৬, সুস্থ ২২

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২১, ০৯:৪৭ পিএম
আব্দুল ওয়াদুদ, বগুড়া থেকে: বগুড়ায় গত ২৪ ঘন্টায় ১০২টি নমুনার ফলাফলে নতুন করে ৬জন করোনায় শনাক্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়েছেন ২২জন। তবে করোনায় নতুন করে কোন মৃত্যুর ঘটনা ঘটেনি। নতুন আক্রান্ত ৬ জনের সবাই সদরের বাসিন্দা। মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুর একটার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন। তিনি জানান, জেলায় দুইটি পিসিআর ল্যাবে মোট ১০২টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ৯৬টি নমুনায় ৬জন এবং টিএমএসএস মেডিকেল কলেজে ৬ নমুনায় সবার নেগেটিভ এসেছে। এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ৯ হাজার ৮৩৩জন এবং সুস্থতার সংখ্যা ৯হাজার ৪৭৫জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে কোন মৃত্যু না হওয়ায় মোট মৃত্যু ২৪২জনেই অপরিবর্তিত রয়েছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন ১১৬জন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: