নায়িকা থেকে গায়িকা মুনমুন

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২১, ০৫:১০ এএম
নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়িকা মুনমুন। অভিনয় ক্যারিয়ারে অনেক ব্যবসাসফল চলচ্চিত্র উপহার দিয়েছেন এই অভিনেত্রী। তিনি প্রায় ৮৫টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। সরকার অশ্লীলতার বিপক্ষে পদক্ষেপ গ্রহণ করলে ২০০৩ সালের পর তার চলচ্চিত্রে উপস্থিতি কমে যায়। সর্বশেষ ২০১৭ সালে মিজানুর রহমান মিজান পরিচালিত রাগী চলচ্চিত্রে খলচরিত্রে অভিনয় করেন তিনি। এবার গায়িকারূপে হাজির হলেন মুনমুন। বাউলা মাইয়া’ শিরোনামের এ গানের কথা লিখেছেন ওমর ফারুক ফারহান। সুর করেছেন জীবন ওয়াসিফ। সংগীতায়োজন করেছেন রোহান রাজ। গানটি নিয়ে নির্মিত হয়েছে ভিডিও। এতে মডেলও হয়েছেন মুনমুন। ভিডিওটি পরিচালনা করেছেন ইয়ামিন এলান। আজ বুধবার (২৭ জানুয়ারি) ইউটিউবে মুক্তি পেয়েছে গানটি। নতুন এ গান প্রসঙ্গে মুনমুন বলেন—নতুন বছরের নতুন গানে কণ্ঠ দিলাম। আমি গায়িকা নই, তাই ভুল হওয়াটা স্বাভাবিক। ভুল-ত্রুটি ক্ষমা করবেন। গানটি মুক্তির পর থেকে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। শ্রোতারা মুনমুনের প্রশংসা কুরছেন। আঁখি আলম নামে একজন লিখেছেন- অসাধারণ গায়কি। ভালো লাগলো আপু। শিবু দেবনাথ নামে একজন লিখেছেন- খুব সুন্দর হয়েছে। আসাধারণ গান। এমন অনেক প্রশংসাসূচক মন্তব্যে ভরে যাচ্ছে মুনমুনের ফেসবুকের কমেন্ট বক্স। অন্যদিকে চিত্রনায়িকা মুনমুনের হাতে বেশ কয়েকটি চলচ্চিত্রের কাজ রয়েছে। সেগুলো এখন মুক্তির অপেক্ষায়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: