ফরিদপুরে তিনদিনব্যাপী গরু খামারীদের প্রশিক্ষণ

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২১, ১১:১২ পিএম
ফরিদপুরের সালথায় ২০২০-২০২১ অর্থ বছরের আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্টপুষ্টকরণ প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপী খামারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে ২৬ জানুয়ারী থেকে শুরু হয়ে আজ বৃহস্পতিবার (২৮ জানুয়ারী) শেষ হয়। উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের হল রুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শাখায়াত হোসেনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নুরুল্লাহ মোঃ আহসান। এসময় আরও উপস্থিত ছিলেন ডাঃ নাজমুল হোসাইন প্রমূখ। এ প্রশিক্ষণের মাধ্যমে উপজেলার ২৫ জন খামারী গরু মোটা তাজাকরণ ও আধুনিক পদ্ধতিতে গরু লালন পালন এবং বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে জ্ঞান লাভ করেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: