খুলনায় ১০০ কোটি টাকার সাপের বিষ উদ্ধার

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২১, ১২:৩৪ এএম
খুলনায় সাপের বিষসহ তিনজনকে আটক করেছে র‌্যাব-৬। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) ভোরে নগরীর জিরোপয়েন্ট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- পাবনার বেড়া এলাকার নূরুল সরদারের ছেলে বাচ্চু সরদার, ফরিদপুরের মো. ইব্রাহিম প্রামাণিকের ছেলে লুৎফর রহমান এবং যশোরের সদর এলাকার রামচন্দ্র বিশ্বাসের ছেলে সৌমিত্র বিশ্বাস। র‌্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রওশনুল ফিরোজ জানান, গোপন সংবাদে র‍্যাব বৃহস্পতিবার সকাল ৬টার দিকে নগরীর জিরোপয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে সাপের বিষসহ তিনজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ছয়টি কন্টিনারে থাকা ১২ পাউন্ড সাপের বিষ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১০০ কোটি টাকা। গ্রেফতারকৃতদের র‍্যাব-৬’র সদর দফতরে আনা হয়েছে। তারা যশোর ও পাবনা এলাকায় বসবাস করেন। জিজ্ঞাসাবাদে তারা বেশ কিছু তথ্য দিয়েছেন। তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: