করোনা ভ্যাকসিন নেয়নি রুমিন ফারহানা

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২১, ০২:০৭ এএম
বিএনপির সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা করোনা ভ্যাকসিন নিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন তথ্য ছড়িয়ে পড়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। করোনা ভ্যাকসিন নিয়েছেন এমন তথ্য ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) গণমাধ্যমকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির এই সাংসদ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। রুমিন ফারহানা বলেন, এটা আওয়ামী লীগের কুরুচিপূর্ণ চরিত্র। একটা অর্ধউলঙ্গ বাচ্চা মেয়ের ছবি দিয়ে আমি ভ্যাকসিন দিচ্ছি বলে চালিয়ে দেওয়া হচ্ছে। এর চাইতে নগণ্য ও জঘন্য অপপ্রচার কিছু হতে পারে না। যারা এই অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে আমি খুব শীঘ্রই আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এছাড়াও ব্যারিস্টার রুমিন ফারহানা তার ভেরিফাই ফেসবুক আইডিতে একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, "একজন নারীর টিকা নেবার ছবি দিয়ে আমি টিকা নিচ্ছি বলে ষড়যন্ত্রমূলকভাবে যে প্রচারণা চালানো হচ্ছে, তার জবাবে বলছি....আমি করোনার টিকা নেইনি।"

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: