টেস্ট সিরিজ: উইন্ডিজের বিপক্ষে ১৮ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা

প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২১, ১১:০৭ পিএম
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৮ সদস্যের ঘোষিত দলে নতুন মুখ তরুণ পেসার হাসান মাহমুদ। ক্যারিবীয় এই তারুণ্যনির্ভর দলের বিপক্ষে ওয়ানডে সিরিজে অভিষেক হয় হাসান মাহমুদের। অভিষেক ম্যাচে ২৮ রান খরচ করে ৩ উইকেট শিকার করেন ২১ বছর বয়সী এ তারকা পেসার। তবে প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান ও পেসার খালেদ আহমেদ। শনিবার (৩০ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ১৮ সদস্যের স্কোয়াড করা হয়েছে। বুধবার (৩ ফেব্রুয়ারি) থেকে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট শুরু। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি আগামী ১১ ফেব্রুয়ারি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে। বাংলাদেশ টেস্ট দল: মুমিনুল হক সৌরভ, তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, ইয়াসির আলী চৌধুরী, সাইফ হাসান, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সাদমান ইসলাম অনিক, নাঈম হাসান, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী, এবাদত হোসেন ও হাসান মাহমুদ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: