আজ শুরু হচ্ছে বুধ বক্রী, ২২ দিন যেসব বিষয়ে সতর্ক থাকবেন

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২১, ০২:২৯ এএম
আজ ৩০ জানুয়ারি রোজ শনিবার (৩০ জানুয়ারি) রাত: ৯টা ২৪ মিনিট বাংলাদেশ স্থানীয় সময় থেকে ২১ ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যা: ৬: ১৯ পর্যন্ত বুধ গ্রহ (৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাত: ১১টা ৪৮ পর্যন্ত কুম্ভ রাশিতে এবং ৪ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি রবিবার পর্যন্ত মকর রাশিতে) বক্রী অবস্থায় থাকবে। আসুন জেনে নেই এই বুধ বক্রকালিন ২২টি দিন কি কি বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। ১। বুধ বাক্যের গ্রহ, যাবতীয় যোগাযোগ মাধ্যম, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, জ্ঞাণ, সাধারন জ্ঞান, ব্যবসা-বাণিজ্য, কমিশন ও দালালীক কাজ এবং আমাদের বুদ্ধির কারক। ২। বুধ বালক গ্রহ। বুধ বক্রী কালে বাক্যর প্রয়োগে সতর্ক হতে হবে। কাউকে কোনো কথা দেওয়ার ক্ষেত্রে সাবধান। কারন পরবর্তিতে কথা রাখা হবে কঠিন। ৩। বুধ বুদ্ধির কারক হওয়ায় এ সময়ে আমাদের স্বাভাবিক চিন্তাশক্তি ব্যহত হয়। এবং তথ্যগত বিভ্রাট দেখা দেয়। ফলে অস্থিরতা ও তাড়াহুড়োর কারণে বার বার ভুল করার আশঙ্কা বেড়ে যায়। ৪। ব্যবসা বাণিজ্যে অর্থের স্বাভাবিক প্রবাহ কমতে থাকে। আর চুক্তি মোতাবেক কাজে বারবার বাধা বিপত্তি দেখা দেয়। পুরোন দেনা পাওনা আদায়ে কাঙ্খীত ফল লাভ সম্ভব হয় না। অর্থনীতির চাকা যেনো ধীর লয়ে চলতে থাকে। বৃহৎ আকারের বকেয়া বিক্রয়ে সতর্ক হতে হবে। ৫। আইনগত জটিলতার সমাধান হওয়ার কথা থাকলেও এ সময়ে তা হয় না। চলতে থাকা কমিশন ও দালালীক কাজে দেখা দেয় বাধা বিপত্তি ও দীর্ঘসূত্রীতা। ৬। যে কোনো অতিব গুরুত্বপূর্ণ চুক্তি পত্র বা নতুন পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে জ্যোতিষীক পরামর্শ হচ্ছে তা এ সময়ে না করাই উত্তম। যদি কোনো পথ খোলা না থাকে তা হলে চুক্তিপত্রটি ভালো ভাবে যাচাই বাছাই করে তার পর সম্পন্ন করা উচিৎ। ৭। সরকারী নথিপত্র তৈরীর ক্ষেত্রে ভুল সংশোধন করতে হবে। চাকরির তদবির বিষয়ে অর্থ লেনদেনে জটিলতা বৃদ্ধির আশঙ্কা দেখা দেয়। এমনকি অর্থ বিনষ্ট হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়। ৮। ভিসা বা কোনো দাপ্তরিক কাজের জন্য কাগজ জমা দিলে দেখবেন তাতে ভুল ভ্রান্তি ধরা পরবেই। ৯। এ সময়ে পুঁজি বাজার, ফরেক্স মার্কেট, ও ক্রিপটো মার্কেট কিছুটা অস্থির হয়ে ওঠে, বুঝে শুনে বিনিয়োগ করতে হবে। এ সময়ে আবেগ দিয়ে কোনো সিদ্ধান্ত গ্রহন ঠিক হবে না। পূঁজিবাজারে অস্থিরতার কারণে বিনিয়োগে সতর্ক হতে হয়। ১০। এ সময় প্রচুর অপপ্রচার চালানো হয় ও সাধারণ মানুষকে ভুল পথে পরিচালিত করার অপপ্রয়াস চলে। ব্যবসায়ীক ক্ষেত্রে বড় ধরনের ঝুঁকি নেওয়া এ সময়ে ঠিক নয়। ১১। কাউকে টাকা ধার দিলে তা ফেরত পাওয়ার আশা না করাই ভালো। ১২। প্রতারক দলের অপতৎপরতা বেড়ে যায়। এবং সাধারন মানুষ এ সময়েই সবচেয়ে বেশি প্রতারকের দ্বারা প্রভাবিত হয় ও সর্বশান্ত হয়। ১৩। গার্মেন্টস ব্যবসায়ী, গনমাধ্যম কর্মী, সাংবাদিক ও মুদ্রণ ব্যবসায়ীদের সতর্ক হতে হবে। যারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করি, তাদের আইডি হ্যাকারের কবলে পড়ার আশঙ্কা থাকে। গোপন নথিপত্র পাচার হয়ে যাওয়ার ভয় থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমের কারনে গৃহে গৃহে অশান্তির আশঙ্কা বেড়ে যায়। সংসারে ভাঙ্গনও দেখা দিতে পারে। ১৪। বুধ বক্রী কালে নিজের ভুল গুলোকে খুঁজে বেড় করতে হয় ও গবেষণামূলক কাজে সাফল্য পাওয়া যায়। বুধের এ কু প্রভাব থেকে সকলের মঙ্গল ও স্থিতি কামনা করছি। ধৈর্য্য ও বুদ্ধি প্রয়োগের সাথে এ সময়কে অতিক্রম করুন। ভালো থাকুন। অপব্যয় কমালে সফল হতে পারবেন।      

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: