গোপালগঞ্জে করোনা-ভ্যাক্সিনেশন প্রয়োগ, প্রথম দিনে ৪’শ ৮০ জন

প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৪১ পিএম
গোপালগঞ্জে করোনা-ভ্যাক্সিনেশন প্রয়োগ কার্যক্রম শুরু হয়েছে। রবিবার সকাল ১০ টায় গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলামকে এ ভ্যাক্সিন প্রয়োগের মধ্য দিয়ে গোপালগঞ্জে এ কার্যক্রম শুরু হয়েছে। এসময় শেখ সাহেরা খাতুন মেডিক্যাল কলেজের অধ্যক্ষ মোঃ জাকির হোসেন ও গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক ডাঃ অসিত কুমার মল্লিক সহ সম্মুখ-সারির চিকিৎসক, মুক্তিযোদ্ধা, পুলিশ ও প্রশাসনের উর্দ্ধতণ কর্মকর্তারা এ ভ্যক্সিন গ্রহণ করেন। জেলার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ জানিয়েছেন, গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও গোপালগঞ্জ পুলিশ হাসপাতাল এবং টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্স কেন্দ্রে এ ভ্যাক্সিনেশন কার্যক্রম শুরু হয়েছে। রবিবার পর্যন্ত জেলায় ২ হাজার ৪ ’শ ৪৭ জনকে করোনা-ভ্যাক্সিনেশনের জন্য তালিকাভূক্ত করা হয়েছে। প্রথম দিনে ৪’শ ৮০ জনকে ভ্যাক্সিন প্রয়োগের কথা রয়েছে। #

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: