পদত্যাগ করলেন টোকিও অলিম্পিক কমিটির প্রধান

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২১, ০৫:৫৫ এএম
করোনাভাইরাস মহামারিতে টোকিও অলিম্পিক হওয়া নিয়ে শঙ্কা। এমন পরিস্থিতিতে নারী বিদ্বেষী মন্তব্য করে আলোচনায় টোকিও অলিম্পিক প্রধানের ইয়োসিরো মোরি। শেষ পর্যন্ত পদত্যাগ করতে চলেছেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এমনটি বলা হয়। কিছুদিন ধরেই আলোচনায় বার বার উঠে আসছে টোকিও অলিম্পিকসের সভাপতি ইয়োশিরো মোরির নাম। কারণটা এত দিনে নিশ্চয়ই জানা হয়ে গেছে সবার। চলতি মাসের প্রথমদিকে টোকিও অলিম্পিকসের এক সভায় কথা বলতে গিয়ে নারী বিদ্বেষী এক উক্তি দেন মোরি। তাতেই চটেছে সভায় উপস্থিত থাকা অন্যান্য কর্মকর্তারা। পদত্যাগ দাবি করেছে তার। কিন্তু মোরি এ ঘটনায় ক্ষমা চাইলেও, পদত্যাগ করতে রাজি হননি। পরবর্তীতে তার পদত্যাগের দাবিতে চাকরি ছাড়েন গেমসের সঙ্গে সম্পৃক্ত ৩৯০ স্বেচ্ছাসেবী। এ ঘটনার পর আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আইওসি মোরির ক্ষমা চাওয়াকে সাদরে গ্রহণ করলেও, বিশ্বব্যাপী ব্যাপক সমালোচনার ঝড় তুলেছে মোরির নারী বিদ্বেষী উক্তিটি। তারই প্রেক্ষিতে এবার বাধ্য হয়েই পদত্যাগের ঘোষণা দিলেন টোকিও অলিম্পিকসের সভাপতি ইয়োশিরো মোরি। জাপানি গণমাধ্যম ফুজি নিউজ নেটওয়ার্ক বিষয়টি প্রকাশ করেছে। ৮৩ বছর বয়সী মোরি নিজেই নাকি সরে দাঁড়িয়েছেন পদ থেকে। জাপানি গণমাধ্যমটি আরও দাবি করেছে, ইয়োশিরো মোরির স্থলাভিষিক্ত হতে পারেন জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও অলিম্পিকস ভিলেজের বর্তমান মেয়র সাবুরো কাওয়াবুচি। তবে, তার নাম সামনে আসলেও শেষ পর্যন্ত তিনিই টোকিও অলিম্পিকসের সভাপতি হবেন কিনা তা এখনও পুরোপুরি নিশ্চিত করেননি অলিম্পিকস কর্তৃপক্ষ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: