স্ত্রীর অবদান নিয়ে এবার মুখ খুললেন নাফিস

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২১, ১০:১৮ পিএম
শাহরিয়ার নাফিস।বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের এই নক্ষত্র আজ ক্রিকেট থেকে পুরোপুরি নিজের নাম উঠিয়ে নিলেন। ব্যাট বলের সেই ঝড়ও ইনিংস আর কখনই দেখা যাবেনা। কোটি ভক্তদের সেই ভালোবাসার নাফিস শনিবার (১৩ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে অবসর জানিয়েছেন খেলোয়াড়ি জীবনকে। অবসরের ঘোষণা ‘হোম অব ক্রিকেট’ এ সাংবাদিকদের সাথে আলাপকালে নাফীস বলেন, ‘আমার যখন বয়স ১০ বছর, তখন আমি ক্রিকেট খেলতে চেয়েছি এবং আমার আব্বা-আম্মা আমাকে সাপোর্ট করেছেন। তাদের প্রতি আমি কৃতজ্ঞ।’ তবে নাফীস বেশি কৃতজ্ঞ তার স্ত্রীর কাছে। প্রেমকে পরিণয়কে রুপ দেওয়ার পর স্ত্রী ঈশিতা তাসনিমের অকুণ্ঠ সমর্থন পেয়েছেন; সুসময় বা দুঃসময় সবসময় পাশে থেকেছেন। নাফীস বলেন, ‘পুরো ক্যারিয়ারজুড়ে সবচেয়ে বড় অবদান আমার স্ত্রীর। কারণ আমি খুব অল্প বয়সে বিয়ে করে ফেলি। আন্তর্জাতিক ক্যারিয়ার শুরুর সাথে সাথে বিয়ে করেছিলাম। এরপর অনেক উত্থানপতন ছিল।’ ক্রিকেটারদের দুঃসময়ে পরিবারকে কতটা দুঃসময় পার করতে হয় তা কখনই আলোচনায় আসে না। তবে ধৈর্য নিয়ে খেলোয়াড়রা সব বাধা-বিপত্তি পেরিয়ে আসেন পরিবারকে পাশে পান বলেই। ব্যতিক্রম হয়নি নাফীসের খেত্রেও। তিনি বলেন, ‘খেলোয়াড়দের সফলতা অনেকে দেখে, ব্যর্থতা দেখে না। পরিবারের কষ্টটা কেউ দেখে না। কত কষ্ট করতে হয়, কত ত্যাগ স্বীকার করতে হয়। বিশটা বছর খেলেছি, এই বিশ বছরে একবারও টানা বিশদিন বাসায় সময় দিতে পারিনি। পরিবারের অবদানেই এতদূর আসা সম্ভব।’ অবসরের পর নাফীস বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটিতে যোগ দেবেন। যদিও নিজের কাজ নিয়ে এখনই কিছু বলতে নারাজ। নাফীসের ভাষ্য, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যুক্ত হতে চলেছি ইনশাআল্লাহ। যোগ দেওয়ার পর কাজের পরিধি, কতটুকু করতে পারব বা পারব না সেটা তখন বুঝব। এখন এ ব্যাপারে মন্তব্য করার সঠিক সময় নয়।’

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: