টাইগারদের বিধ্বংসী বোলিংয়ে বিধ্বস্ত ওয়েস্ট ইন্ডিজ

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২১, ০৬:৫৪ পিএম
ঢাকা টেস্টে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্বস্তি নিয়ে তৃতীয় দিন শেষ করে বাংলাদেশ। ব্যাটসম্যানদের পর বোলাররাও ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয়। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১১৩ রানের লিড নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। তবে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়ে এনেছেন বোলাররা। দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ১১৭ রানের মধ্যেই গুটিয়ে দিয়েছে টাইগাররা। ফলে দ্বিতীয় টেস্ট জয়ের জন্য মুমিনুল হকের দলের প্রয়োজন ২৩১ রান। ক্যারিবীয়দের শেষ ৪ উইকেটের মধ্যে দুটি করে উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম এবং নাইম হাসান। মধ্যাহ্ন বিরতি থেকে ফিরে কোন রান করার যোগ করার আগেই জশুয়া ডি সিলভাকে ফেরান তাইজুল। সৌম্য সরকারের ক্যাচ হয়ে ফেরার আগে সিলভার ব্যাট থেকে আসে ২০ রান। এরপর ব্যাট করতে নামেন আলজারি জোসেফ। তাকেও ফেরান তাইজুল। মাত্র ৯ রান করে ছয় মারতে গিয়ে আউট হয়ে যান জোসেফ। পরের ওভারেই বল করতে এসে ৩৮ রান করা বোনারকে বোল্ড করেন নাইম। একই ওভারে ছয় মারতে গিয়ে মিড উইকেটে মুশফিকুর রহিমের অসাধারণ ক্যাচ হয়ে কাটা পড়েন রাকিম কর্নওয়াল। ফলে মধ্যাহ্ন বিরতির পর ২৯ রানের মধ্যেই শেষ ৪ উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। ২৩১ রানের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামবে বাংলাদেশ। জয়ের জন্য হাতের হাতে আছে প্রায় ১ দিন এবং দুই সেশন। সংক্ষিপ্ত স্কোর: ওয়েস্ট ইন্ডিজ (প্রথম ইনিংস): ৪০৯/১০ (ওভার ১৪২.২) (বোনার ৯০, জশুয়া ৯২, আলজারি ৮২), (রাহি ৪/৩৯৮) বাংলাদেশ (প্রথম ইনিংস): ২৯৬/১০ (৯৬.৫ ওভার) (মুশফিক ৫৪, লিটন ৭১, মিরাজ ৫৭, কর্নওয়াল ৫/৭৪) ওয়েস্ট ইন্ডিজ (দ্বিতীয় ইনিংস): ১১৭/১০ (ওভার ৪৮) (বোনার ৩৮ দা সিলভা ২০ তাইজুল ৪/৩৬, নাইম ৩/৩৪ রাহি ২/৩২)

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: