সোমবার গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২১, ০৭:৫৩ পিএম
সোমবার (১৫ ফেব্রুয়ারি) গোপালগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনী আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন ৫ হাজার মানুষ। ইতিমধ্যে সাড়ে ৩ হাজার মানুষের রেজিস্ট্রেশন হয়েছে; বাকীদের রেজিস্ট্রেশন চলছে। সোমবার বিকেল ৩ টায় উদ্বোধনী দৌড়ে গোপালগঞ্জ সদর উপজেলার ৩ হাজার মানুষ অংশ নিবেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে দৌঁড় শুরু হয়ে ৫ কিলোমিটার পথ পেরিয়ে শহরের শেখ কামাল স্টেডিয়ামে গিয়ে শেষ হবে। জেলা প্রশাসক এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন। উপস্থিত থাকবেন অনুষ্ঠানের আয়োজক ১৪ ইস্ট বেঙ্গলের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আলমগীর হোসেন, পিএসসি। রবিবার সকাল ১০ টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন আয়োজিত এক প্রেস-বিফিংয়ে ক্যাপ্টেন শাহাদাৎ হোসেন সৌরভ সাংবাদিকদের এসব তথ্য জানান। সকলের সহযোগিতা কামনা করে তিনি আরও বলেন, আগামী ১৬ ফেব্রুয়ারি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলায় এবং ১৭ ফেব্রুয়ারি কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলায় বাকি ২ হাজার মানুষের দৌড়গুলি অনুষ্ঠিত হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: