নিউজিল্যান্ড সফরের ২০ সদস্যের দল এক নতুন মুখ

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২১, ১২:২৩ এএম
এদিকে দীর্ঘ সময় পর দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন, আল আমীন হোসেন। এছাড়া নাঈম শেখকে রাখা হয়েছে দলে। এই সফর থেকে আগেই ছুটি নেয়ায় রাখা হয়নি সাকিব আল হাসানকে। নিউজিল্যান্ড সফরে গিয়ে সপ্তাহ খানেক অনুশীলন শেষে আগামী ২০ মার্চ ডানেডিনে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ওয়ানডে। দ্বিতীয় ম্যাচ ক্রাইস্ট চার্চে ২৩ মার্চ এবং ২৬ মার্চ তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে ওয়েলিংটনে। টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে ২৮ মার্চ হ্যামিল্টনে। দ্বিতীয় ম্যাচ ৩০ মার্চ নেপিয়ারে এবং তৃতীয় ও শেষ ম্যাচ ১ এপ্রিল অকল্যান্ডে। বাংলাদেশ দল: তামিম ইকবাল, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোঃ মিঠুন, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, নাঈম শেখ, তাসকিন আহমেদ, মোহাম্মদ আল আমিন হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, মেহেদী মিরাজ, রুবেল হোসেন, শেখ মাহেদী হাসান ও নাসুম আহমেদ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: