ভাষা দিবসে মাগুরায় শহীদ মিনার ভাঙচুর

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২১, ১০:৫৭ পিএম
মাগুরা সদরের বুজরুক শ্রীকুন্ডি কলেজের শহীদ মিনার ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (২০ ফেব্রুয়ারি) রাতে অজ্ঞাত র্দুবৃত্তরা শহীদ মিনারটি ভাঙচুর করেছে বলে কলেজ কর্তৃপক্ষ ধারণা করছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা জানিয়েছে শহীদ মিনারটি পুনরায় নির্মাণ করা হয়েছে। তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কলেজ অধ্যক্ষ কাজল কুমার দে জানান, ২০১৭ সালে নিজস্ব উদ্যোগে এ শহীদ মিনারটি কলেজে নির্মিত হয়। প্রতিবছরের ন্যায় এবারো শিক্ষকদের নিয়ে তিনি সকালে এখানে ফুল দিতে এসে এটি ভাঙা অবস্থায় মাটিতে লুটিয়ে থাকতে দেখেন। অজ্ঞাত দুবর্ত্তরা এটি রাতের আধারে ভেঙে দিয়েছে। এটির যথাযথ তদন্ত হওয়া জরুরি। এদিকে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, ৪ ফুট উচ্চতার কংক্রিটের শহীদ মিনারটি নির্মানে ৩টি পিলারে মোট ৬টি ৮ মিলি মিটারের রড ব্যবহৃত হয়েছে। কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে সংবাদ পেয়ে সেখানে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসানসহ পুলিশের একটি দল উপস্থিত হয়েছেন। সবার উপস্থিতিতে শহীদ মিনারটি পুনঃস্থাপনের চেষ্টা চলছে। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে জানান অতিরিক্তি পুলিশ সুপার কামরুল হাসান।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: