রাতের স্তব্ধতা ভেঙ্গে নীলক্ষেত ও মহাখালীতে ৭ কলেজ শিক্ষার্থীরা

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২১, ০৪:২০ এএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি ৭ কলেজের পরীক্ষা স্থগিতের প্রতিবাদে রাজধানীর নীলক্ষেত মোড় ও মহাখালী তিতুমীর কলেজের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যার পরে নীলক্ষেত মোড় ও মহাখালী তিতুমীর কলেজের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। রাত ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত অবস্থান চলমান ছিলো। এর আগে সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষের সঙ্গে সাত কলেজের অধ্যক্ষদের বৈঠকে পরীক্ষা স্থগিতের বিষয়ে সিদ্ধান্ত হয়। জানা গেছে, আজ সাত কলেজের অধ্যক্ষ ও সংশ্লিষ্ট তিনজন ডিনকে নিয়ে সভা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল। তিনি সাত কলেজের প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করছেন। এ সভাতেই পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত হয়। এ সময় চলমান পরীক্ষা নিতে ও হল ক্যাম্পাস খোলার দাবিতে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের হঠকারী সিদ্ধান্তের তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় তারা নীলক্ষেত মোড়ে দাঁড়িয়েছেন। দেশের সব মার্কেটসহ অন্যান্য প্রতিষ্ঠান খোলা থাকলেও শুধুমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে তাদের ভবিষ্যতকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে বলে তারা অভিযোগ করেছেন। ঢাকা কলেজের শিক্ষার্থী সাইফুল বলেন, আমাদের চলমান পরীক্ষা অবশ্যই নিতে হবে। শুধুমাত্র পরীক্ষার জন্য আমরা গ্রাম থেকে ঢাকা আসছি ৷ এমন হয়রানি মেনে নেয়া যায় না। অবিলম্বে আমাদের চলমান পরীক্ষা নিতে হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: