পঞ্চম ধাপের পৌর ভোটে মাঠে থাকছেন ৩৪ বিচারিক ম্যাজিস্ট্রেট

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৩৯ এএম
আসছে ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় পঞ্চম ধাপের পৌরসভা নির্বাচনে ৩৪ জন বিচারিক ম্যাজিস্ট্রেটকে নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তারা নির্বাচনী অপরাধ আমলে নিয়ে তাৎক্ষণিক বিচারকাজ সম্পন্ন করবেন। ইসির আইন শাখার উপ-সচিব আফরোজা শিউলী স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে- বিচারিক ম্যাজিস্ট্রেটরা মামলা আমলে নিয়ে সংক্ষিপ্ত বিচারকাজ সম্পন্ন করে নির্বাচন কমিশনকে অবহিত করবেন। এক্ষেত্রে নির্বাচনী এলাকায় ভোটগ্রহণের আগের দু’দিন, ভোটগ্রহণের দিন ও ভোটগ্রহণের পরের দু’দিন দায়িত্বে নিয়োজিত থাকবেন। অর্থাৎ ভোটের মাঠে তারা দায়িত্ব পালন করবেন আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত। ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৮ ফেব্রুয়ারি পঞ্চম ধাপে মোট ৩১টি পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট হবে। যে ৩১টি পৌরসভায় পঞ্চম ধাপে ভোট হবে- চট্টগ্রামের মীরসরাই, বারইয়ারহাট, রাঙ্গুনিয়া ও রাউজান; জামালপুরের জামালপুর সদর, মাদারগঞ্জ, দেওয়ানগঞ্জ ও ইসলামপুর; রাজশাহীর চারঘাট ও দুর্গাপুর; ভোলা সদর ও চরফ্যাশন; চাঁদপুরের মতলব ও শহরাস্তি; ঝিনাইদহের কালীগঞ্জ ও মহেশপুর; লক্ষ্মীপুরের রায়পুর; চাঁপাইনবাবগঞ্জের নাচোল; হবিগঞ্জ সদর; বগুড়া সদর; মানিকগঞ্জের সিঙ্গাইর; কিশোরগঞ্জের ভৈরব; যশোরের কেশবপুর; মাদারীপুর সদর; রংপুরের হারাগাছ; ব্রাহ্মণবাড়িয়া সদর; জয়পুরহাট সদর; মাদারীপুরের শিবচর; ময়মনসিংহের নান্দাইল; যশোর সদর ও গাজীপুরের কালীগঞ্জ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: