প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে ওয়ার্ড মেম্বারকে গুলি করে হত্যা

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২১, ১১:৪৫ পিএম
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)র অফিসে সমর বিজয় চাকমা (৩৮) নামে এক ওয়ার্ড মেম্বারকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। আজ বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নুরনবী অফিসেই ছিলেন। এঘটনায় পুরো এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিহত সমর বিজয় চাকমা উপজেলার রুপকারীর পশ্চিম বালুখালী এলাকার নিমল কান্তি চাকমার ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত সমর বিজয় চাকমা (৩৮) বাঘাইছড়ি উপজেলার রুপকারী ইউনিয়নের ১ নং ওয়ার্ড মেম্বার ছিলেন। তিনি কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির একটি প্রকল্পের বিলের বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সাথে কথা বলছিলেন। এসময় হঠাৎ ৩-৪ জন অস্ত্রধারী ভিতরে প্রবেশ করে সমর বিজয় চাকমাকে লক্ষ্য করে ৭-৮ রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। নিহত সমর বিজয় চাকমা জেএসএস সংস্কার পন্থী ছিলেন বলে জানা গেছে। এঘটনায় জেএসএস (সন্তু) গ্রুপকে দায়ী করছে তারা। এ বিষয়ে জেএসএস (সন্তু) গ্রুপের কোন বক্তব্য পাওয়া যায়নি। এ ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে পুরো উপজেলা জুড়ে। পরিষদ এলাকা ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনার পর পর মারিশ্যা ২৭ বিজিবি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার হোসেন পিএসসি ও বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: