শর্তসাপেক্ষে সাত কলেজের স্থগিত হওয়া পরীক্ষা অনুষ্ঠিত হবে

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২১, ১১:০৮ পিএম
স্বাস্থ্যবিধি মেনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের চলমান যেসব পরীক্ষা স্থগিত করা হয়েছিলো তা হল না খোলা বা শিক্ষার্থীদের হলে অবস্থান না করার শর্তে পরীক্ষা নেয়া হবে। শিক্ষার্থীদের আন্দোলন ও বিক্ষোভের মুখে বুধবার (২৪ ফেব্রুয়ারি) সাত কলেজের অধ্যক্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে শিক্ষামন্ত্রীর অনলাইনে বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। এ তথ্য নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও গণসংযোগ কর্মকর্তা এম এ খায়ের। সন্ধ্যায় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরে জরুরি ভিত্তিতে তা দুপুরেই অনুষ্ঠিত হয়। শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পরই আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে শিক্ষার্থীরা। তবে, এর আগে আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি নেয়ার আহ্বান জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সাত সরকারি কলেজের প্রধান সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল বলেন, সাত কলেজের চলমান পরীক্ষাগুলো অব্যাহত থাকবে। গতকাল এবং আজকের পরীক্ষাগুলোর তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। প্রসঙ্গত, পরীক্ষা স্থগিদের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার ও আজ বুধবার সড়ক অবরোধ করে আন্দোলন করেন শিক্ষার্থীরা।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: