সাত কলেজের নতুন রুটিন, দুটি পরীক্ষার তারিখ পরিবর্তন

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২১, ০৪:৪৭ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের স্নাতক তৃতীয় ও চতুর্থ বর্ষের স্থগিত পরীক্ষার নতুন রুটিন প্রকাশ করা হয়েছে। নতুন রুটিনে দুটি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। বুধবার স্নাতক চতুর্থ বর্ষের যেসব পরীক্ষা হওয়ার কথা ছিল, সেগুলো হবে ৭ মার্চ। আর বৃহস্পতিবার স্নাতক তৃতীয় বর্ষের নির্ধারিত পরীক্ষাগুলো হবে ১৩ মার্চ। বুধবার (২৪ ফেব্রুয়ারি) ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রক বাহলুল হক চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সূচি প্রকাশ করা হয়। এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০১৯ সালের তৃতীয় বর্ষ স্নাতক পরীক্ষার্থীদের স্থগিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষাগুলো ২৮ ফেব্রুয়ারি, ৩, ৬, ৯ ও ১৩ মার্চ অনুষ্ঠিত হবে। ওই সূচিতে পরীক্ষার কেন্দ্রও ঘোষণা করা হয়। প্রতিদিন সকাল ৯টায় পরীক্ষা শুরু হবে। অপরদিকে, স্নাতক চতুর্থ বর্ষের পরীক্ষাগুলো ২৭ ফেব্রুয়ারি, ২, ৪ ও ৭ মার্চ অনুষ্ঠিত হবে। এ বর্ষের পরীক্ষাও প্রতিদিন সকাল ৯টায় পরীক্ষা শুরু হবে। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় সাত কলেজের অধ্যক্ষ ও সংশ্লিষ্ট ডিনকে নিয়ে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়ার পরপরই বিক্ষোভে নামে শিক্ষার্থীরা। বুধবার দ্বিতীয় দিনের মতো অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। বুধবার সকাল নয়টা থেকে নীলক্ষেত মোড়ে কয়েক শ শিক্ষার্থী অবস্থান নেন। পরে শিক্ষা মন্ত্রণালয় থেকে বুধবার বিকেলেই বৈঠক করে সাত কলেজের চলমান পরীক্ষা বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: