সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির হত্যার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১০:১৬ পিএম
নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির হত্যা, সারাদেশে সাংবাদিকদের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছেন পঞ্চগড়ের সাংবাদিকরা। বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদন মিনারের সামনে পঞ্চগড়- তেতুঁলিয়া মহাসড়কে ঘন্টাবব্যাপি পঞ্চগড় প্রেস ক্লাব মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি শফিকুল ইসলাম, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম বাবু, সিনিয়ার সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, সাজ্জাদুর রহমান সাজ্জাদ, হোসেন রায়হানসহ দশ জন সাংবাদিক বক্তব্য প্রদান করেন। পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি শফিকুল আলম বলেন সারা দেশে সাংবাদিকরা যে জুলুম নির্যাতন হত্যা ষড়যন্ত্রের শিকার হচ্ছে পঞ্চগড় সাংবাদিক সমাজের পক্ষ থেকে তিব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। বর্তমানে যে অবস্থা শুরু হয়েছে আমাদের আর ঘরে বসে থাকলে চলবেনা। সারাদেশের সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে আমাদের প্রতিবাদ জানাতে হবে। তা না হলে সামনে আমাদের আরও কঠিন সময় পার করতে হবে। সাধারন সম্পাদক সাইফুল আলম বাবু বলেন আমাদের প্রতিবাদ জানানোর এখনই সময় কোম্পানীগঞ্জের মত অবস্থা সারাদেশে ছড়িয়ে পড়তে পারে। বক্তারা জানায় সারা দেশে সাংবাদিকদের উপর হামলা মামলা নির্যাতন করে প্রকাশ্যে দিনে দুপুরে হত্যা করছে কিন্তু হত্যা ও নির্যাতনের কোন বিচার হয়না। যে কোন মুল্যে এসব হত্যার বিচার করতে হবে। সারদেশের সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে এর প্রতিবাদ করতে হবে। তা না হলে সাংবাদিকরা তাদের কর্ম চালিয়ে যেতে পারবেনা। জেলায় কর্মরত পাঁচটি উপজেলার প্রেস ক্লাবের সভাপতি সাধারন সম্পাদক সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদকর্মীরা মানববন্ধনে অংশ নেয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: