স্বাস্থ্যবিধির বালাই নেই গণপরিবহনে

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৫২ পিএম
করোনা সংক্রমণ রোধে গণপরিবহনকে বিভিন্ন শর্ত জুড়ে দেওয়া হয়েছিলো সরকারের পক্ষ থেকে। এক্ষেত্রে ন্যূনতম স্বাস্থ্যবিধি ও সুরক্ষা নীতি মানতে হবে, গাদাগাদি করে কোনো পরিবহনে যাত্রী ওঠানো যাবে না। এছাড়া বাসে মাস্ক পরা বাধ্যতামূলক ও স্যানিটাইজার ব্যবহারের নির্দেশনাও রয়েছে। তবে কোনো পরিবহনেই এসকল শর্ত বা স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না এখন। বৃহস্পতিবার (২৫ ফেব্রয়ারি) রাজধানীর মগবাজার, মৌচাক, শান্তিনগর, কাকরাইল, পল্টন, গুলিস্তান, শাহবাগ, বাংলামোটর, কাওরানবাজার ও ফার্মগেটসহ বিভিন্ন স্থানে ঘুরে দেখা যায় কোন পরিবহনে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। গাদাগাদি করে পরিবহনে যাত্রী ওঠানো নিষেধ থাকলেও যাত্রী কিংবা বাস কন্ট্রাক্টর কেউই এই শর্ত মানছে না। সরেজমিনে দেখা যায় প্রায় প্রতিটি গাড়িতেই গাদাগাদি করে যাত্রী ওঠানো হচ্ছে। এমন ভাবে যাত্রী ওঠানো হয় বাসের পেছনে থাকা যাত্রীর বাস থেকে নামতে অনেক যুদ্ধ করতে হয়। অতিরিক্ত যাত্রী কেনো ওঠানে হচ্ছে জানতে চাইলে বাস কন্ট্রাক্টর ইমন বলেন, মামা সারাদিন যাত্রী কম থাকে। বিকেলে একটু বেশি যাত্রী থাকে, আর সকলেই চায় তাদের গন্তব্যে যেতে, একারণে যাত্রী একটু বেশি হয়। এছাড়া বাসে মাস্ক পরা বাধ্যতামূলক থাকলেও অনেক ড্রাইভার ও অনেক কন্ট্রাক্টর মাস্ক পড়ছে না। আবার অনেকের মাস্ক রাখলেও সেটা মুখে না দিয়ে থুতনিতে রেখেছে। অনেক যাত্রীকেও মাস্ক ছাড়া দেখা যায়। মাস্ক ছাড়া যাত্রীদের সাথে কোন রকমের ঝামেলা এড়াতে অনেকেই চুপ থাকেন। দেখেও না দেখার ভান করেন। মাস্ক না পরার বিষয় জানতে চাইলে সাদ্দাম হোসেন নামে এক যাত্রী জানান, দীর্ঘ সময় মাস্ক পরে থাকলে কান ব্যথা হয়ে যায়। তাই মাস্ক খুলে পকেটে রেখেছেন তিনি। প্রতিটা পরিবহনে স্যানিটাইজার ব্যবহারের নির্দেশনা থাকলেও কোন পরিবহনই মানছে না এই শর্ত। কোন পরিবহনে ব্যবহার করতে দেখা যায়নি স্যানিটাইজার। পরিবহনে স্যানিটাইজার ব্যবহারের নির্দেশনা থাকলেও কেনো ব্যবহার করা হচ্ছে না জানতে চাইলে বাস কন্ট্রাক্টর মো. রিপন জানান, স্যানিটাইজার ছিলো শেষ হয়ে গেছে। অনেক যাত্রী ব্যবহার করতে চায় না তাই আনা হয়নি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: