আবারো চালু হলো আরিচা-কাজিরহাট ফেরি সার্ভিস

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২১, ০১:৫৪ এএম
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রীর অঙ্গিকার বাস্তবায়নে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে যাতায়াতকারী জনসাধারণের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকীতে উপহার স্বরুপ আরিচা-কাজিরহাট ফেরি সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি সার্ভিস আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর স্থানীয় সাংবাদিকদের এসব কথা বলেন। নৌপরিবহন প্রতিমন্ত্রী আরো বলেন, মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট নৌরুট আজ জনগণের দুর্ভোগ লাঘবে পুন:রায় ফেরি চলাচল শুরু হল। শুষ্ক মৌসুমে ফেরি চলাচল শুরু হলেও আমাদের চ্যালেঞ্জ হচ্ছে বর্ষা মৌসুমে। নৌ পথ ধরে রাখার জন্য শুষ্ক মৌসুমে কোন সমস্যা হয় না। আমাদের বিআইডব্লিউটিএর ড্রেজিং বিভাগ শক্তিশালি থাকায় এ নৌ পথ সচল রাখতে তারা সক্ষম হবে। ভবিষ্যতে চাহিদা অনুযায়ী এ নৌরুটে আরও ফেরি যুক্ত করা হবে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এ. এম নাঈমুর রহমান দুর্জয়, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান সৈয়দ মো. তাজুল ইসলাম। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ও বেগম রোকেয়া নামের দুটি ফেরি এই রুটে যুক্ত করা হয়েছে। বেগম রোকেয়া নামের ফেরিতে নৌ প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্টরা কাজিরহাট পরিদর্শনে যান। মতিউর রহমান ফেরিটি ১৫ টি ট্রাক নিয়ে আরিচা থেকে ছেড়ে যায়। প্রসঙ্গত, ২০০১ সালের ২২ ফেব্রুয়ারি নাব্য সংকটের কারনে আরিচা থেকে ফেরিঘাট পাটুরিয়ায় স্থানান্তর করা হয়। আরিচা-কাজিরহাট নৌপথের দূরত্ব ১৪ কিলোমিটার। আরিচা থেকে কাজিরহাট যেতে সময় লাগবে এক ঘন্টা ৩০ মিনিট। নতুন ঘাট নির্মানে ব্যয় হয়েছে ১৪ কোটি টাকা।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: