বগুড়ায় সাড়ে ৭ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১

বগুড়ায় সাড়ে ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ইসমাইল হোসেন (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব। রোববার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে টার দিকে র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইসমাইল নামে ওই ব্যক্তি বর্তমানে পুরান বগুড়া এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন। দীর্ঘদিন থেকেই সে দেশের বিভিন্ন জায়গায় মাদক কেনাবেচা করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে পুরান বগুড়া এলাকায় ভাড়া বাসা থেকে সাড়ে ৭ হাজার পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ঙ্গদ ২ হাজার টাকা, ২ টি মোবাইল ও ৬ টি সীমকার্ড উদ্ধার করা হয়।
র্যাব ১২ বগুড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার স্বজল কুমার সরকার জানান, আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আসামীকে সদর থানায় পাঠানো হয়েছে। তাদের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
এআইআ/এইচি
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য: