ত্রিশালে দৈনিক আমাদের কণ্ঠ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন

প্রকাশিত: ০১ মার্চ ২০২১, ১০:১০ পিএম
দেশের বহুল প্রচারিত দৈনিক আমাদের কণ্ঠ পত্রিকার ১৪তম বর্ষে পদার্পণ উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে র‌্যালী, কেক কাটা ও আলোচনা সভা করা হয়েছে। সোমবার (১ মার্চ) দুপুরে আমাদের কণ্ঠ পত্রিকা পরিবার জেলা প্রতিনিধি এর আয়োজনে ত্রিশাল পৌরসভা কার্যালয় এর সামনে থেকে একটি র‌্যালি বের করে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে পৌর মিলনায়তনে কেক কেটে আলোচনা সভার মধ্যদিয়ে আনন্দঘন পরিবেশে আমাদের কণ্ঠ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে দৈনিক আমাদের কণ্ঠ পত্রিকার ময়মনসিংহ জেলা প্রতিনিধি কামরুজ্জামান মিনহাজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ত্রিশাল পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ। উদ্বোধক করেন দৈনিক আমাদের কণ্ঠের ক্রাইম চীফ খায়রুল আলম রফিক। বিশেষ অতিথি ছিলেন, ত্রিশাল ইউপি চেয়ারম্যান জাহিদ আমিন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি সোয়েল মাহমুদ সুমন। আমনন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ গোলাম মোস্তাফা, সাবেক সভাপতি খুরশেদুল আলম মুজিব, সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম শামীম ও ত্রিশালন প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ সেলিম । ত্রিশাল উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আরিফুর রহমান রাব্বানী, সাধারণ সম্পাদক ফকরুদ্দিন আহমেদ। ত্রিশাল রিপোটার্স ক্লাবের সভাপতি কামাল হোসেন, সহ-সভাপতি কিরন আকন্দ। ত্রিশাল রিপোটার্স ইউনিটির সভাপতি এইচ এম জোবায়ের হোসেন। ত্রিশাল অনলাইন প্রেসক্লাবের সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন শামীম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিজয় টিভির জেলা প্রতিনিধি মামুন তালুকদার, আমার সংবাদ পত্রিকার ত্রিশাল প্রতিনিধি মামুনুর রশিদ, দৈনিক দিগন্ত বাংলা পত্রিকার ফরহাদ হোসাইন, আজকের দর্পণ পত্রিকার উপজেলা প্রতিনিধি মোমিন তালুকদার, দৈনিক নবকল্যাণ পত্রিকার ব্যুরো প্রধান নূরুল আমিন ও উপজেলা প্রতিনিধি আবদুল্লাহ্ আল মামুন, দৈনিক বাংলাদেশ টুডে পত্রিকার উপজেলা প্রতিনিধি মমিনুল ইসলাম, প্রমূখ। প্রতিষ্ঠাবার্ষিকির অনুষ্ঠান শেষে পত্রিকার ক্রাইম চীফ খায়রুল আলম রফিক দৈনিক আমাদের কণ্ঠ পত্রিকার পরিবার এর পক্ষ থেকে প্রধান অতিথি পৌর মেয়র আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ সহ অনুষ্ঠানে আগত সকলকে ফুলেল শুভেচ্ছা জানান।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: