বহুদিন ধরেই এই অত্যাচার আমাদের উপর করছে ছেলে

প্রকাশিত: ০৩ মার্চ ২০২১, ০৪:০৫ পিএম
আবদুল কাদির, গৌরীপুর (ময়মনসিংহ) থেকে: বয়স নব্বই ছুঁই ছুঁই। লাঠি ছাড়া হাঁটতেও পারেন না শেখ আব্দুল আজিজ। এ বয়সে অন্যের উপর নির্ভরশীল হয়ে যান মানুষ। তখন সন্তানের উপর তাদের ভরণপোষণের দায়িত্ব বর্তায় স্বাভাবিকভাবেই। দেশের প্রচলিত আইনেও তাই রয়েছে। দায়িত্বে অবহেলায় রয়েছে আইনি শাস্তির বিধান। শেখ আব্দুল আজিজের সন্তানরা ভরণপোষণ করেই না, উল্টো অত্যাচারে জর্জরিত করে রেখেছে এই প্রবীণ বাবা-মা কে। বিচার চেয়ে ইউএনও'র দ্বারস্থ হন গত সোমবার বাবা-মা। প্রবীণ বাবা-মা নালিশ দেয়ার পর দিনই তাদের দুয়ারে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী নির্বাহী অফিসার মো. জাকির হোসেন, সময় নিয়ে তিনি গুরুত্বসহ কারে আব্দুল আজিজের সকল কথা শুনেন। ব্যথিত হওয়ার পাশাপাশি বিষয়টি সমাধান করার আশ্বাস দেন। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলার জাটিয়া ইউনিয়নের ফানুর গ্রামে আব্দুল আজিজের বাড়িতে যান। সরেজমিনে দেখার পর, পুলিশি ব্যবস্থার নির্দেশনা দেন। অভিযুক্ত বড় ছেলে মো. হযরতকে পাননি। স্থানীয়র সূত্রে জানা যায় ৫ ছেলে ও দুই মেয়ে থাকা সত্ত্বেও কেউই তাদের দেখভাল করে না। দীর্ঘদিন ধরেই প্রবীণ বাবা-মায়ের উপর অত্যাচার করছে তাদের বড় ছেলে হযরত। মূলত ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে প্রায়ই বাবা মাকে গালিগালাজ করত সে। পাশাপাশি তাদেরকে মারধর শুরু করে হযরত। রবিবার সকালেও একই ভাবে বাবা মাকে গালিগালাজ করতে থাকে হযরত। মা প্রতিবাদ করলে তাকে কাঠ দিয়ে মারতে যায় সে। এমনকি মায়ের গলায় আঘাত করেন অভিযুক্ত ছেলে। মো. আব্দুল আজিজ শেখ ও মোছা. হালেমা খাতুন বলেন, ‘বহুদিন ধরেই এই অত্যাচার আমাদের উপর করছে ছেলে। প্রায়ই বাড়িতে ঝামেলা শুরু করে। আমরা ওর শাস্তি চাই। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন বলেন, অভিযুক্ত ছেলের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থার জন্য নির্দেশনা দিয়েছি এবং তাদের জন্য বয়স্ক ভাতার ব্যবস্থা করা হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: