চট্টগ্রামের ‘বেবি টাউনে’ মেয়াদোত্তীর্ণ লোশন, জরিমানা ২০ হাজার

প্রকাশিত: ০৫ মার্চ ২০২১, ০৪:২২ পিএম
রবিউল হোসেন রবি: চট্টগ্রামের ওয়াসা মোড় এলাকার মুনতাসির টাওয়ারের ‘বেবি টাউন’ নামের এক প্রতিষ্ঠানকে মেয়াদোত্তীর্ণ বেশি লোশন বিক্রির দায়ে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৪ মার্চ) অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম ও মো. জিল্লুর রহমান। বিএসটিআইয়ের সহকারী পরিচালক মো. মোস্তাক আহমদ জানান, জেলা প্রশাসন ও বিএসটিআই চট্টগ্রামের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। এ সময় বেবি টাউনে মেয়াদোত্তীর্ণ বেবি লোশন পাওয়া যায়। তিনি বলেন, অভিযানে কাজীর দেউড়ির সিজেকেএস মার্কেটের কুপার্সে (গুইবারা বেকারি) ও ফিট ফুড হানি রোস্টেড অ্যালমন্ড উইথ সিডস পণ্যের মোড়কজাত নিবন্ধন সনদ না থাকায় প্রতিষ্ঠান দুটিকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: