বিজেপিতে যোগ দিলেন মিঠুন চক্রবর্তী

প্রকাশিত: ০৭ মার্চ ২০২১, ০৯:২৬ পিএম
আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন মিঠুন চক্রবর্তী। তাকে নিয়ে বেশ কয়েকমাস ধরে জল্পনা চলছিল। আর আজ সেই জল্পনার অবসান হয়েছে। নরেন্দ্র মোদির ব্রিগেড সভামঞ্চে বিজেপিতে যোগ দেন তিনি। মার্চ ও এপ্রিলে পশ্চিমবঙ্গের রাজ্যসভার নির্বাচনকে সামনে রেখে এমন পদক্ষেপ নিয়েছেন তিনি। বিজেপির সূত্র জানিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে যেসব জনপ্রিয় ব্যক্তিদের দাঁড় করিয়ে দেওয়া হবে, তাদের মধ্যে একজন হবেন মিঠুন। দলটির ভাইস-প্রেসিডেন্ট জয় প্রকাশ মজুমদার বলেন, পশ্চিমবঙ্গে ও তার বাইরে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছেন, যারা মমতার অধীনে বাংলার পিছিয়ে পড়া নিয়ে উদ্বিগ্ন। মিঠুন চক্রবর্তীও তাদের একজন। গতকাল রাতেই বিজয়বর্গীর ট্যুইট করে লেখেন, ‘রাতে কলকাতার বেলগছিয়ায় সিনেমা জগতের বিখ্যাত অভিনেতা মিঠুন দা’র সঙ্গে দীর্ঘ বৈঠক হয়। তাঁর দেশপ্রেম এবং দরিদ্রদের প্রতি ভালবাসার গল্প শুনে তাঁর হৃদয় জেগে ওঠে।” আর আজ বেলগাছিয়া থেকে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দেন মিঠুন চক্রবর্তী। সম্পূর্ণ বাঙালিয়ানা সাজে ধুতি-পাঞ্জাবি পরে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দেন তিনি। মিঠুন চক্রবর্তীর গাড়ি ঘিরে বিজেপির কর্মীদের উন্মাদনা তুঙ্গে। একটু আগেই তিনি ব্রিগেডে পৌঁছেছেন। ব্রিগেডে পৌঁছে একেবারে মঞ্চে উঠেছেন তিনি। আজ ব্রিগেডের মঞ্চে উঠে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাত ধরে বিজেপিতে যোগ দেন তিনি। রাজ্যটিতে ৭০ বছর বয়সী এই অভিনেতার বহু ভক্ত ও অনুরাগী রয়েছেন। ২০০৬ সালে এমএলএ ফাটাকেষ্ট সিনেমাটি মুক্তি পাওয়ার পর তার জনপ্রিয়তা তুঙ্গে ওঠে। বিশেষ করে ‘মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে’ সংলাপটি মানুষের মুখে মুখে উচ্চারিত হতে দেখা গেছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: