রাণীশংকৈলে ৭ই মার্চ উদযাপন

প্রকাশিত: ০৭ মার্চ ২০২১, ১০:৫৪ পিএম
ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলা প্রশাসন যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে উদযাপন করেছে। দিবসটি উপলক্ষে রোববার সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন,উপজেলা পরিষদ চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ এবং সেখানেই শত কণ্ঠে বঙ্গবন্ধুর ভাষণ পরিবেশন। এছাড়াও উপজেলা পরিষদ চত্বরে স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে বঙ্গবন্ধু’র ভাষণ,চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পরিশেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আযম মুন্না নব-নির্বাচিত পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম উপজেলা আ’লীগের সভাপতি অধ্যক্ষ সইদুল হক সম্পাদক তাজউদ্দীন উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথসহ উপজেলা পরিষদের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। অপরদিকে উপজেলা আ’লীগও বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি উদযাপন করেছেন। এছাড়াও বিভিন্ন সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠনগুলো দিবসটি পালন করেছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: