পিবিআই ঢাকা জেলা কর্তৃক ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

প্রকাশিত: ০৭ মার্চ ২০২১, ১১:২৯ পিএম
ঐতিহাসিক ৭ই মার্চ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের প্রাক্কালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করায় পিবিআই ঢাকা জেলা কর্তৃক আজ রবিবার যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রোববার (৭ মার্চ) বিকালে পিবিআই ঢাকা জেলা কার্যালয়ে যথাযথ মর্যাদায় আনন্দঘন পরিবেশে কেক কাটা, আলোক সজ্জা, মিষ্টি বিতরণ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ প্রচার, মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ বিষয়ক উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয় মহোদয় কর্তৃক আন্তর্জাতিক ম্যাগাজিন “নিউজউইকে” প্রকাশিত Bangladesh: A surprise Digital Leader in Asis এর বাংলা অনুবাদ পড়ে শোনানো, জাতিসংঘ মহাসচিব এ্যান্তোনিও গোতারেস কর্তৃক বাংলাদেশের স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন বিষয়ক অভিনন্দন বার্তার ভিডিও ক্লিপ অনুষ্ঠানে প্রচার করে আনন্দ উদযাপন করা হয়। দিনব্যাপী পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই) ঢাকা জেলার পক্ষ থেকে জনাব মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম-সেবা, পুলিশ সুপার, পিবিআই ঢাকা জেলা সহ সকল সদস্য উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: