নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে আবারও চালু অবৈধ ইটভাটা

প্রকাশিত: ০৮ মার্চ ২০২১, ০৯:১৮ পিএম
জামাল বাদশা, লালমনিরহাট থেকে: ভ্রাম্যমাণ আদালতের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ফসলি জমিতে গড়ে ওঠা সান-২ নামের অবৈধ ইটভাটায় পুনরায় ইট পোড়ানোর অভিযোগ উঠেছে। এর আগে গত ২১ ডিসেম্বর বিকেলে উপজেলার সারপুকুর ইউনিয়নের বাড়বিষার দোলায় সান টু ইটভাটা বন্ধ করে এক লাখ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও স্থানীয় কৃষকরা জানান, উপজেলার সারপুকুর ইউনিয়নের বাড়বিষার দোলায় ফসলি জমির উপর অনুমোদনহীন সান টু নামে একটি ইটভাটা গড়ে তোলেন এমদাদুল হক ওরফে এন্তাজ। ফসলি জমির উপর এ ভাটা তৈরির শুরু থেকে স্থানীয় কৃষকরা জেলা প্রশাসকসহ সরকারি বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু অদৃশ্য কারণে হাজারো কৃষকদের দাবিকে উপেক্ষা করে ইটভাটায় আগুন দেয় ভাটা মালিক এমদাদুল হক এন্তাজ। জীবন জীবিকা ও পরিবারের খাদ্যের একমাত্র পথ ফসলি জমি এবং ফসল রক্ষায় কৃষকরা ইটভাটাটি বন্ধের দাবিতে মানববন্ধন করেন। অবশেষে টনক নড়ে প্রশাসনের। জেলা প্রশাসক আবু জাফরের নির্দেশে গত ২১ ডিসেম্বর বিকেলে আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন পুলিশ নিয়ে ওই ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় সান-২ ইটভাটা মালিক এমদাদুল হক এন্তাজ বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে ভাটা মালিকের এক লাখ টাকা জরিমানা আদায় করে বৈধ কাগজপত্র প্রদর্শন না করা পর্যন্ত ইট তৈরি ও পোড়ানোর উপর নিষেধাজ্ঞা জারি করেন। ভ্রমমাণ আদালতের সেই নিষেধাজ্ঞা অমান্য করে সাম্প্রতিক সময়ে পুনরায় সেই ভাটায় ইট তৈরিসহ পোড়ানো শুরু করেন। আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পুনরায় ভাটা চালু করায় দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় কৃষকরা। বাড়বিষার দোলার কৃষক সাইদুল ইসলাম ও আব্দুস সোবহান আলী বলেন, উপজেলার সব থেকে ধানের জমি এই বড়বিষার দোলা। এ দোলার ইটভাটা বন্ধ না করলে হাজারো কৃষক পরিবারকে না খেয়ে মরতে হবে। ধানের জমি রক্ষায় অবৈধ ইটভাটা দ্রুত বন্ধ করতে জোর দাবি জানান তারা। সান -২ ইটভাটা মালিক এমদাদুল হক এন্তাজ বলেন, ভ্রাম্যমাণ আদালত জরিমানা নিয়ে বন্ধ করলেও আমি অনুমোদনের জন্য গত ১০ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের কাছে আবেদন করেছি। এসবের অনুমতি পেতে সময় লাগে। তাই অনুমোদনের কপি হাতে আসেনি। আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন বলেন, আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সান-২ পুনরায় আগুন জ্বালিয়ে কার্যক্রম শুরু করেছে বলে শুনেছি। খুব দ্রুত পুনরায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: