পুলিশের নামে চাঁদাবাজি, ভুয়া পুলিশ আটক

প্রকাশিত: ০৮ মার্চ ২০২১, ১১:৩৪ পিএম
বগুড়ার শহরের তিনমাথা এলাকায় পুলিশ পরিচয়ে চাঁদাবাজির সময় বিপুল (২৬) এক যুবককে আটক করা হয়েছে। সোমবার (৮ মার্চ) বিকেল ৩টায় সদর থানায় তাকে নিয়ে আসা হয়। এর আগে একটার দিকে স্থানীয় জনগণ তাকে আটক করে পুলিশের হাতে দেন। আটক যুবক নাম মাহফুজার রহমান বিপুল নাটোরের সিংড়া উপজেলার সোনাপুর গ্রামের ইয়ার উদ্দিনের ছেলে। স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সোমবার সকালের দিকে তিন মাথা এলাকায় বিপুল রিকশা, ভ্যান চালকদের কাছে নিজেকে পুলিশ দাবি করে চাঁদা আদায় করছিল। এ সময় বিপুল পুলিশের লোগো সংবলিত গেঞ্জি পরিহিত ছিল। এভাবে চাঁদা আদায়ের একপর্যায়ে স্থানীয়দের নজরে আসে। পড়ে বিপুলকে জিজ্ঞাসাবাদ করলে সন্দেহ হলে পুলিশে খবর দেন স্থানীয়রা। স্থানীয়দের খবরে মেডিকেল ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আব্দুল আজিজ জানান, পুলিশ পরিচয়ে টাকা আদায়ে একজন আটক হয়েছে শুনে তিনমাথায় যাই। ঘটনাস্থলে এসে জিজ্ঞাসাবাদ করলে বিপুলের ভুয়া পুলিশ পরিচয় ধরা পড়ে। সেখানে ওই যুবককে জিজ্ঞাসাবাদে নাম, গ্রামের বাড়ি জানতে পারি। সন্দেহজনক অবস্থায় তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। ঘটনা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, আটক বিপুল ভুয়া পুলিশের পরিচয়ে টাকা আদায় করছিল। এখনো থানায় আছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: