মুস্তাফিজের পর মেহেদীর জোড়া আঘাত, বিপাকে নিউজিল্যান্ড

প্রকাশিত: ২৩ মার্চ ২০২১, ০৬:২৬ পিএম
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে তামিম ইকবাল ও মোহাম্মদ মিঠুনের হাফ সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৭১ রান তোলে বাংলাদেশ। জয়ের জন্য ২৭২ রানের লক্ষ্যে এখন ব্যাট করছে স্বাগতিক নিউজিল্যান্ড। সংক্ষিপ্ত স্কোরঃ বাংলাদেশ: ২৭১/৬ (৫০ ওভার) (তামিম ৭৮, মিঠুন ৭৩*, মুশফিক ৩৪, সৌম্য ৩২; স্যান্টনার ২/৫১) নিউজিল্যান্ড: ৫১/২ (ওভার ৯.৪) (গাপটিল ২০, নিকোলস ১৩, মুস্তাফিজ ১/২২, মেহেদী ১/০) মুস্তাফিজের পর কিউই শিবিরে মেহেদীর আঘাত যথাযথ শুরু এনে দিয়েছিলেন মোস্তাফিজ। সেটি ধরে রাখার দায়িত্ব দারুণভাবে পালন করলেন তরুণ অফস্পিনার শেখ মেহেদি হাসান। আগের ম্যাচে মুখোমুখি প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে চমক জাগানো মেহেদি, আজ নিজের পরপর দুই ওভারেই দলকে এনে দিলেন মূল্যবান দুইটি উইকেট। ইনিংসের নবম ওভারে প্রথমবারের বোলিং আক্রমণে আনা হয় মেহেদিকে। নিজের প্রথম ওভারের তৃতীয় বলেই তিনি সরাসরি বোল্ড করে দিয়েছেন বাঁহাতি ওপেনার হেনরি নিকলসকে। দলীয় পঞ্চাশের আগেই জোড়া উইকেট হারিয়ে এখন চাপে পড়ে যায় স্বাগতিক নিউজিল্যান্ড। শুরুতেই মুস্তাফিজের আঘাত শুরুতেই নিউজিল্যান্ড শিবিরে আঘাত হেনেছেন মুস্তাফিজুর রহমান। দলীয় ২৮ রানে নিজের হাতে ক্যাচ বানিয়ে মার্টিন গাপটিলকে ফেরান বাঁহাতি এই পেসার। আক্রমণাত্বক ব্যাটিং করতে থাকা গাপটিল ফেরেন ২৪ বলে ২০ রান করে। তামিম-মিঠুনের জোড়া হাফ সেঞ্চুরিতে বাংলাদেশের বড় পুঁজি এর আগে হ্যাগলি ওভালে অনুষ্ঠিত হওয়া এই ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে লিটন দাসকে হারালেও আগের ম্যাচের মতো দুঃস্বপ্ন চড়াও হতে দেননি তামিম-সৌম্য সরকার। এই দুজনে দ্বিতীয় উইকেটে গড়েছেন ৮১ রানের জুটি। এই দুজনের ব্যাটেই ১৪.১ ওভার দলীয় পঞ্চাশ রান পূরণ হয় বাংলাদেশের। সেই ওভারের দ্বিতীয় বলে স্কয়ার লেগে হ্যানরি নিকোলসের হাতে জীবন পান সৌম্য। এরপর পঞ্চম বলে কাইল জেমিসনের ফিরতি ক্যাচে ফিরতে পারতেন তামিমও। তবে ক্যাচ নিয়ে ধোঁয়াশা থাকায় থার্ড আম্পায়ারের সিদ্ধান্ত তামিমের পক্ষে যায়। এরপর তারা জুটির হাফ সেঞ্চুরিও পূর্ণ করেন। এরপর কিউই স্পিনার মিচেল স্যান্টনারকে পা এগিয়ে খেলতে গিয়ে স্টাম্পিংয়ের শিকার হয়ে আউট হয়েছেন সৌম্য। তাঁর ব্যাট থেকে এসেছে ৪৬ বলে ৩২ রান। ৩টি চার এবং ১টি ছক্কায় এই রান করেছেন তিনি। সৌম্য ফিরে গেলে মুশফিককে নিয়ে বাংলাদেশের ইনিংস টেনেছেন তামিম। এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে নিয়ে ৮৪ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন তামিম। আন্তর্জাতিক ওয়ানডেতে তামিমের এটি পঞ্চাশতম হাফ সেঞ্চুরি। প্রথম বাংলাদেশি হিসেবে এই কীর্তি গড়েছেন এই বাঁহাতি ওপেনার। ব্যক্তিগত ৭৮ রানে রান আউট হয়েছেন তামিম। এর ফলে ১১ চারে সাজানো এই ইনিংসের সমাপ্তি হয় ঝুঁকি নিয়ে রান নিতে গিয়ে। আন্তর্জাতিক ওয়ানডেতে তামিমের এটি পঞ্চাশতম হাফ সেঞ্চুরি। প্রথম বাংলাদেশি হিসেবে এই কীর্তি গড়েছেন এই বাঁহাতি ওপেনার। ব্যক্তিগত ৭৮ রানে রান আউট হয়েছেন তামিম। জিমি নিশামের পায়ের ছোঁয়াতে রান আউট হয়ে ফিরতে হয় তামিমকে। এর ফলে ১১ চারে সাজানো এই ইনিংসের সমাপ্তি হয়। বাকি সময়টায় বাংলাদেশের ব্যাটিংয়ের হাইলাইটস হয়ে থেকেছেন মিঠুন। চার ছক্কার ফুলঝুরিতে শেষ পর্যন্ত তিনি ৫৭ বলে ৭৩ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন। যদিও মাঝে মুশফিক ৩২ এবং মাহমুদউল্লাহ ১৬ রান করে তাঁকে সঙ্গ দিয়েছেন। আগের ম্যাচে অভিষেক হওয়া শেখ মেহেদী এই ম্যাচে ফিরেছেন ৭ রান করে। শেষ পর্যন্ত সাইফউদ্দিনকে নিয়ে মিঠুন ইনিংস শেষ করে এসেছেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: