হেরেও ইতিবাচক মিথুন, শেষ ম্যাচ জেতাই লক্ষ্য

প্রকাশিত: ২৫ মার্চ ২০২১, ১২:৪৪ এএম
প্রথম ওয়ানডের পর দ্বিতীয় ওয়ানডেতেও পরাজয়ের স্বাদ পেল বাংলাদেশ। নিউজিল্যান্ডের কাছে ৫ উইকেটে হেরে সিরিজ খুঁইয়েছে তারা। এই পরাজয়ের পিছনে সবথেকে বেশি দায় বোধ হয় ফিল্ডারদের। গুরুত্বপূর্ণ মুহুর্তে কিউই ব্যাটসম্যানদের একাধিক ক্যাচ তারা তালুবন্দী করতে পারেননি। ম্যাচ হেরে যার খেসারত দিতে হয়েছে। তামিম ও মোহাম্মদ মিঠুনের হাফ সেঞ্চুরিতে বাংলাদেশ শুরুতে ব্যাট করে স্কোরবোর্ডে ২৭১ রান যোগ করে। লক্ষ্য তাঁড়া করতে নেমে নিউজিল্যান্ডও শুরুতে ৩ উইকেট হারায়। এরপর বাংলাদেশ দলকে চেপে ধরেন অধিনায়ক টম লাথাম এবং জিমি নিশাম। অথচ উইকেটের পিছনে লাথামের সহজ একটি ক্যাচ ছাড়েন মুশফিকুর রহিম। এরপর শেখ মেহেদী নিজের বলে নিজেই সেঞ্চুরির পথে থাকা লাথামের ক্যাচ ছেড়ে দেন। পরে ডিপ উইকেটেও একটি ক্যাচ ছাড়েন তিনি। ফলে জয় বঞ্চিত হয় টাইগাররা। হেরেও এই ম্যাচে ইতিবাচক ব্যাপার খুঁজে পেয়েঝেন মিথুন। ফিল্ডাররা ক্যাচ না ছাড়লে ২৭১ রান ডিফেন্ড করতে পারতেন বলেও বিশ্বাস ছিল তার। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মিথুন বলেন, '২৭১ ডিফেন্ড করার জন্য ভালো সংগ্রহ। উইকেটও একটু কঠিন। আমাদের ম্যাচ জেতার ভালো সুযোগ ছিল। কিন্তু ফিল্ডিংয়ে ভুলের জন্য মূল্য দিতে হয়েছে। আমরা এখানে আগে কখনও জিতিনি। আজকে ভালো সুযোগ ছিল। তারপরও এ ম্যাচ থেকে অনেক ইতিবাচক ব্যাপার আছে। আমরা সামনে তাকাচ্ছি।' এমনিতে নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের অতীত ইতিহাস ভালো নয়। সেখানে খেলা ৫ টি দ্বিপাক্ষিক সিরিজের একটি ম্যাচেও জয় পায়নি টাইগাররা। কিন্তু এই ম্যাচে সুযোগ তৈরি হলেও ক্রিকেটাররা কাজে লাগাতে পারেননি। তাই সিরিজ খোঁয়ালেও শেষ ম্যাচ জিতে অন্তত একটি জয় নিয়ে দেশে ফিরতে চান মিথুন। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, 'দল হিসেবে আমরা অবশ্যই অন্তত একটি ম্যাচ জিততে চাই। আমরা মনে করি, যদি অন্তত একটি ম্যাচ জিতি, এটি আমাদের জন্য বড় সাফল্য। এখনও আমাদের একটি ম্যাচ বাকি, সেটায় আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। হয়তো নতুন ম্যাচে আমরা ভিন্ন ফল পাব।'  

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: