শবে বরাতে শুভেচ্ছা জানালেন প্রেসিডেন্ট এরদোয়ান

প্রকাশিত: ২৯ মার্চ ২০২১, ০৬:০০ পিএম
বরকতময় রজনী পবিত্র শবে বরাতে মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। সম্প্রতি, এক টুইটবার্তায় মুসলিম বিশ্বের প্রভাবশালী এই নেতা শুভেচ্ছা জানিয়ে বলেন, আমি আশা করি শবে বরাত তুর্কি জনগণ, মুসলিম বিশ্ব ও মানবতার জন্য কল্যাণ বয়ে আনবে। আমি মহান আল্লাহর নিকট আরো আশা রাখি যে,পবিত্র শবেবরাতে আসমান ও জমিন খোদায়ী রহমত ও করুণায় ভরে উঠবে, পবিত্র শবে বরাত তুর্কি জনগণ, বিশ্বের সকল মুসলিম ও মানবতার জন্য কল্যাণ ও সৌন্দর্যের কারণ হোক। এছাড়াও টুইট বার্তায় এরদোয়ান আয়া সোফিয়া মসজিদের ছবি প্রকাশ করেন। তাতে পবিত্র কোরআনের একটি আয়াত লিখা আছে, যার অর্থ - ‘যে রাতে সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।’ (সুরা দুখান, আয়াত : ৪) হিজরি বর্ষের অষ্টম মাস শাবান। এ মাসের ১৪ তম দিনের দিবাগত রাতে মুসলিম শবে বরাত হিসেবে পালন করেন। এ রাতে তাঁরা নামাজ, জিকির, কোরআন পাঠ, দোয়াসহ বিভিন্ন আমলে নিমগ্ন হোন। সন্ধাবেলা মাগরিবের নামাজের পর থেকে পরদিন সূর্যোদয় পর্যন্ত তাঁরা বিভিন্ন আমলে মগ্ন থাকেন। টুইটের আলাদা ক্যাপশনে এরদোগান লেখেন, ‘সবাইকে বরকতময় এ রাত্রির শুভেচ্ছা’।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: