মিয়ানমারে অপ্রয়োজনীয়ভাবে অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে: বাইডেন

প্রকাশিত: ২৯ মার্চ ২০২১, ০৯:১২ পিএম
মিয়ানমারে ২৭শে মার্চ (শনিবার) সশস্ত্র বাহিনী দিবসে গণতন্ত্রকামী সাধারণ মানুষের বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর হাতে ১১৪ জন নিহত হয়েছেন। মিয়ানমারে গত শনিবার বিক্ষোভকারীদের ওপর গুলি ও শতাধিক বিক্ষোভকারীর মৃত্যুর ঘটনায় বিশ্বনেতাদের নিন্দা জানানো অব্যাহত আছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, মিয়ানমারে রক্তপাতের ঘটনা ‘অত্যন্ত ভয়ানক’। একদিনে ১১৪ জন বেসামরিক মানুষকে হত্যার নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, গ্রিস, ইতালি, ডেনমার্ক, নেদারল্যান্ডস এবং নিউজিল্যান্ড এর প্রতিরক্ষা প্রধানরা রোববার এক 'বিরল' যৌথ বিবৃতি দিয়ে ঘটনার নিন্দা জানায়। জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রু রক্তপাত বন্ধে বিশ্ববাসীকে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন। এবার সে তালিকায় যোগ হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন-ও। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়- বাইডেন মিয়ানমারে রক্তপাতের ঘটনাকে ‘অত্যন্ত ভয়ানক’ বলে মন্তব্য করে সাংবাদিকদের বলেন, যে খবর পেয়েছি, তাতে বলা যায় সেখানে অপ্রয়োজনীয়ভাবে অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে।’

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: