নগ্ন ফটোশুট করে দুবাইয়ে ১২ নারী আটক, হতে পারে কঠিন শাস্তি

প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২১, ০৬:১৫ পিএম
দুবাইয়ে নগ্ন হয়ে ফটোশুট করার অভিযোগে অন্তত ১২ নারীকে আটক করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের রাজধানীর মেরিনা এলাকার একটি ভবনের বারান্দায় সোমবার (৫ এপ্রিল) ওই নারীরা ফটোশুট করেন বলে জানা যায়। খবর বিবিসি। আটক নারীদের মধ্যে ১১ জন ইউক্রেনের এবং একজন রাশিয়ার বলে জানা গেছে। দুবাইতে জনসম্মুখে লাম্পট্যের শাস্তি বেশ চড়া। এজন্য ছয় মাস পর্যন্ত জেল এবং পাঁচ হাজার দিরহাম জরিমানা হতে পারে। দুবাই পুলিশ সতর্কবার্তা দিয়ে বলেছে, নৈতিকতা ক্ষুণ্ণ করতে পারে এমন কিছু কেউ প্রকাশ করলে জরিমানাসহ জেল খাটতে হবে। এমন অগ্রহণযোগ্য আচরণ আমিরাতের মূল্যবোধ ও নীতি পরিপন্থী। এর আগে ২০১৭ সালে এক ব্রিটিশ নারী এখানে একবছরের সাজা পেয়েছিলেন। তার বিরুদ্ধে বিয়ে ছাড়াই এক পুরুষের সঙ্গে সঙ্গম করার অভিযোগ উঠেছিল। সংযুক্ত আরব আমিরাতের বেশিরভাগ আইনই শরিয়া নির্ভর। জনসম্মুখে ঘনিষ্ঠতা এবং সমকামিতার জন্য এর আগে সেখানে অনেকেই জেলে গেছেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: