সরিষাবাড়ীতে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ

প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২১, ০৩:১৭ এএম
জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থিত ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে স্বাস্থ্যবিধি ও নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্কবিহীন পথচারীদের মাঝে বিনামুল্যে মাস্ক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল ১১টায় পৌরসভার মোড়ে প্রধান সড়কে জনসাধারণের মাঝে এ মাস্ক বিতরণ করা হয়। করোনা ভাইরাস প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের বিএনসিসি ও স্কাউট সদস্যরা এ মাস্ক বিতরণ কর্মসূচীতে অংশ নেয়। এ সময় সরিষাবাড়ী অনার্স কলেজের অধ্যক্ষ ছরোয়ার জাহান, উপাধ্যক্ষ মিজানুর রহমান, সরিষাবাড়ী সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন, সরিষাবাড়ী সরকারি পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শহীদুর রহমান, সরিষাবাড়ী মাহমুদা সালাম মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নুরুন্নাহার, সরিষাবাড়ী আরডিএম পাইলট মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সরিষাবাড়ী সালেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াজেদা পারভীন, সরিষাবাড়ী রিয়াজ উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুন কুমার সাহাসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন। এ ছাড়াও বাংলাদেশ স্কাউট দিবস উপলক্ষে সরিষাবাড়ী আরডিএম পাইলট মডেল হাই স্কুলের সামনে মাস্কবিহীন পথচারীদের মাঝে বিনামুল্যে মাস্ক বিতরণ করা হয়েছে। এ সময় উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহম্মেদ, প্রধান শিক্ষক নজরুল ইসলাম, বনিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা জিন্নাহ, এডভোকেট জহুরুল ইসলাম মানিক, মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ, স্কাউট লিডার ইসমাইল হোসেন, শরীরচর্চা শিক্ষক জিয়াউল হক জুয়েল প্রমূখ উপস্থিত ছিলেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: