মুন্সীগঞ্জে জমি নিয়ে দ্বন্দ্ব, হামলায় আহত ৫

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২১, ১০:০৯ পিএম
মুন্সীগঞ্জ সদর উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে হাজী বাড়ির হামলায় দেওয়ান বাড়ির একজন গুরুতরসহ চারজন আহত হয়েছে। আহতদের মধ্যে মনির হোসেনের (৪৫) অবস্থা আশঙ্কাজনক হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়। আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল দশটার দিকে মালিগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। বাকি আহতরা হলেন, নুরুল আলি মাদবর (৬৬), নিজাম (৩২), নুর হোসেন (৩৬) ও মানুন। স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর ধরেই দেওয়ানবাড়ির সাথে হাজী বাড়ির জমির সীমানা নির্ধারণ নিয়ে ঝগড়া লেগে থাকত। আজ মঙ্গলবার সকালে মো. শহিদুল ইসলাম মেম্বার সহ আরও কয়েকজন গণ্যমান্য ব্যাক্তি সালিশে দেওয়ানবাড়ি মো. নুরুল আমিনের পক্ষে রায় দেয়। পরে তারা চলে গেলে হাজী বাড়ির মো. রশিদ, রাজিব, সজীব, রহমত, কাশেম ও আজাদ বেপারী দেওায়নবাড়ির সীমানার মধ্যে ঢুকে নুরুল আলি মাদবর (৬৬), মিজানুর রহমান (৩২), নুর হোসেন (৩৬) কে দেশীয় অস্ত্র দিয়ে মারধর শুরু করে। এসময় তিনজনকে কুপিয়ে জখম করলে মাটিতে পয়ে যায়। পরে স্থানীয়রা ও আত্মীয় স্বজনরা এসে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। মুন্সীগঞ্জ সদর হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসক মো. ফেরদৌস হাসান বলেন, তিনজনের মধ্যে মনিরে অবস্থা আশঙ্কাজনক। তার চোখের নিচে ও নাকে আঘাত লেগেছে। তাই মনিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকি তিনজন প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো হয়েছে। এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ মো. আবু বক্কর সিদ্দিক বলেন, এ ঘটনায় আমরা অবহিত আছি। বর্তমানে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, তদন্ত সাপেক্ষে অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: