রোজা রেখেই ইতিহাস গড়েছেন রিজওয়ান

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২১, ১১:৪০ এএম
মুসলিম খেলোয়াড়রা রোজার সময় কষ্টকর ম্যাচেও রোজা নিয়ে খেলেছেন, এমন ঘটনা অনেক আছে। ফুটবলে মোহাম্মদ সালাহ, ক্রিকেটে মঈন আলী কিংবা দেশের মুশফিক মাহমুদুল্লাহ- এরা হরহামেশাই এমন কাজ করে আসছে। তবে এবার দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়নে রোজা রেখে করেছেন বিশ্ব রেকর্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে রান তাড়ায় উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ জুটির নতুন ইতিহাস গড়েছেন মোহাম্মদ রিজওয়ান এবং বাবর আজম। উদ্বোধনী জুটিতে তারা দলের খাতায় ১৯৭ রান তুলে ইতিহাস রচনা করেন। উল্লেখ্য মাহে রমজানের পবিত্র এই মাসে বুধবার (১৪ এপ্রিল) রোজা রেখেই বাবর আজমের সাথে অনবদ্য এই ইতিহাস গড়েছেন মোহাম্মদ রিজওয়ান। এদিকে পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে দ্রুততম এবং সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন বাবর আজম। ইতিহাস গড়া ১২২ রানের ইনিংস খেলে বাবর আজম আউট হলেও ৪৭ বলে ৭৩* রানে অপরাজিত ছিলেন মোহাম্মদ রিজওয়ান। তার ইনিংসে ছিল ৫টি চার এবং ২টি ছয়। টি-২০তে রান তাড়ায় উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ পার্টনারশিপ: ১৯৭– মোহাম্মদ রিজওয়ান (৭৩*) এবং বাবর আজম (১২২) বনাম দক্ষিণ আফ্রিকা, সেঞ্চুরিয়ন ২০২১ ১৭১* – মার্টিন গাপটিল (৮৭*) এবং কেন উইলিয়ামসন (৮৪*) বনাম পাকিস্তান, হ্যামিল্টন ২০১৬ ১৪৩* – এমজে লাম্ব (৫৩*) এবং অ্যালেক্স হেলস (৮০*) বনাম নিউজিল্যান্ড, ওয়েলিংটন ২০১৩

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: