হেফাজত নেতা মাওলানা জুবায়ের ৫ দিনের রিমান্ডে

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২১, ১১:১৯ পিএম
২০১৩ সালে হেফাজতের তাণ্ডবের ঘটনায় করা মামলায় সংগঠনটির ঢাকা মহানগরীর সহ-সভাপতি মাওলানা জুবায়ের আহমদের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (১৭ এপ্রিল) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম এ আদেশ দেন। এর আগে মাওলানা জুবায়েরকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে মতিঝিল থানা পুলিশ। তবে এদিন মাওলানা জুবায়েরের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। সিএমএম আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটরই আজাদ রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার (১৬ এপ্রিল) বিকেলে লালবাগ এলাকা থেকে মাওলানা জুবায়েরকে গ্রেপ্তার করেন গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিএমপির গোয়েন্দা পুলিশের যুগ্ম-কমিশনার মো. মাহবুব আলম বলেন, হেফাজতের নেতা জুবায়েরের বিরুদ্ধে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে তাণ্ডবের ঘটনায় দায়ের করা মামলা ছাড়াও নাশকতার অভিযোগে মামলা রয়েছে। মাওলানা জুবায়ের আহমদ হেফাজতে ইসলামের ঢাকা মহানগরীর সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি প্রয়াত সংসদ সদস্য ও ইসলামী ঐক্যজোট নেতা মুফতি আমিনীর জামাতা।  

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: