চিরচেনা চেন্নাইয়ের মাঠে অল্প রানে থামল মুম্বাই

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২১, ০৩:৪৬ এএম
আইপিএলে চলতি আসরের ৯ নম্বর ম্যাচে রাত ৮টায় চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে মাঠে নামবে মুম্বাই ইন্ডিয়ান্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ। খেলা শুরুর আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে রোহিত শর্মা। ব্যাটিংয়ে নেমে দারুণ সূচনা করে মুম্বাইয়ের দুই ওপেনার রোহিত শর্মা এবং কুইয়েন্টান ডি কক। চেন্নাইয়ের এমএ চিদাম্বরামে কোনো উইকেট না হারিয়ে চলতি সিজনে পাওয়ার প্লে তে সর্বোচ্চ রান (৫৩) তোলে এই জুটি। পরে ২৫ বলে ৩২ রান তোলে রোহিত আউট হলে কমতে থাকে মুম্বাইয়ের রানের গতি। উইকেটের একপাশ থেকে ডি কক রানের চাকা সচল রাখার চেষ্টা করলেও শেষ পর্যন্ত ৩৯ বলে ৪০ রান করে থামেন তিনিও। ম্যাচে আর কোনো ঝলক দেখা না গেলেও ক্যারিবিয়ান ব্যাটিং দানব পোলার্ডের ৩৫ রানের কল্যাণে ২০ ওভারে মুম্বাইর খাতায় উঠে ১৫০ রান। বোলিংয়ে চার ওভারে ২৯ রান দিয়ে ২ উইকেট তুলে নেন চলতি সিজনে প্রথম ম্যাচ খেলা মুজিবুর রহমান। আফগান সুপারস্টার রশিদ খানও পেয়েছেন ১ উইকেট। তিনি ৪ ওভার বল করে দেন ২২ রান। এদিকে ৪ ওভারে ২৪ রান দিয়ে একটি উইকেট পেয়েছেন খালিদ আহমেদও। চলতি আসরে দুটি ম্যাচ খেলে একটিতে জয় এবং একটিতে পরাজয়ের স্বাদ পেয়েছে রোহিত শর্মার মুম্বাই। অন্যদিকে ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন সানরাইজার্স হায়দ্রাবাদ নিজেদের প্রথম দুই ম্যাচেই পেয়েছে পরাজয়ের তিক্ত স্বাদ। সংক্ষিপ্ত স্কোর: মুম্বাই: ১৫০/৫ (২০.০ ওভার) ডি কক ৪০(৩৯), রোহিত ৩২(২৫) মুজিব ২৯/২ (৪ ওভার) একাদশ- মুম্বাই ইন্ডিয়ান্স: কুইন্টন ডি কক, রোহিত শর্মা, সুরাইয়া কুমার যাদব, ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, কায়রন পোলার্ড, করুনাল পান্ডিয়া, অ্যাডাম মিলনে, রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট ও জসপ্রীত বুমরাহ। সানরাইজার্স হায়দ্রাবাদ: ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো, মনশ পান্ডিয়া, বিজয় শঙ্কর, বিরাট সিং, আব্দুল সামাদ, অভিষেক শর্মা, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, মুজিব উর রহমান ও খালেদ আহমেদ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: