শেরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২১, ০৪:৫৬ এএম
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার পাইকুড়া বাজারের সরকারী খাস জমি দখল করে গড়া ১৪-১৫টি ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। আজ শনিবার (১৭এপ্রিল) দিনব্যাপী এ উচ্ছেদ কার্যক্রম চলে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মাহমুদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন, উপজেলা প্রকৌশলী মোজাম্মেল হক ও সদর ইউনিয়নের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চান। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার পাইকুড়া বাজার উন্নয়ন কাজের প্রকল্প চলমান আছে। এ বাজারে স্থানীয় ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে খাস জমি দখল করে ব্যবসাপ্রতিষ্ঠান (মুদি দোকান) পরিচালনা করে আসছে। কিন্তু বাজারের উন্নয়ন কাজের প্রকল্প বাস্তবায়ন করতে জমির প্রয়োজন পড়ে। তাই উপজেলা প্রশাসন খাস জমির উদ্ধারে ব্যবসায়ীদের সময় দিলে তারা নিজেরাই তাদের গড়া ব্যবসাপ্রতিষ্ঠান ভেঙে নিয়ে যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মাহমুদ সরকারী খাস জমি দখল করে গড়া ১৪-১৫টি ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: