বগুড়ায় লাফিয়ে বাড়ছে করোনা, নতুন শনাক্ত ৮৫

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২১, ০৯:১৭ পিএম
বগুড়ায় করোনার সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘন্টায় জেলায় ২১৯টি নমুনার ফলাফলে নতুন করে ৮৫জন করোনায় শনাক্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়েছেন ১২জন। নতুন আক্রান্ত ৮৫জনের মধ্যে সদরের ৮১জন, আদমদীঘির ২জন এবং বাকি দুইজন সোনাতলা ও শাজাহানপুরের বাসিন্দা। রোববার (১৮ এপ্রিল) এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন। তিনি জানান, জেলার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ২০৭টি নমুনায় ৮১জনের পজিটিভ এবং টিএমএসএস মেডিকেল কলেজের ১২টি নমুনায় ৪জনের পজিটিভ এসেছে। তিনি আরও জানান, এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ১১ হাজার ৩৫০জন এবং সুস্থতার সংখ্যা ১০ হাজার ৬৪জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে কোন মৃত্যু না হওয়ায় মোট মৃত্যু ২৭২জনেই অপরিবর্তিত রয়েছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন ১০১৪জন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: