বৃহস্পতিবার দিনটি যেমন কাটবে আপনার

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২১, ০৫:২৪ এএম
আজ আপনার জন্ম দিন হলে পাশ্চাত্য মতে আপনার রাশি বৃষ। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শুক্র ও ইউরেনাস। ২২ তারিখে জম্ম হবার কারণে আপনার ওপর ইউরেনাস প্রভাব প্রবল। আপনার শুভ সংখ্যা: ৪,১৩,২২,৩১। আপনার শুভ বর্ণ: সাদা ও গোলাপী। শুভ গ্রহ ও বার: শুক্র ও রবি। শুভ রত্ন: হীরা ও গার্ণেট। আজকের দিনের শুভ রং: আজ সাদা ও গোলাপী রংয়ের পোশাক আপনার জন্য সৌভাগ্য বয়ে আনতে পারে। আজকের দিনের শুভ সময়: জ্যোতিষ শাস্ত্রানুসারে আজকের শুভ সময়: সকাল: ৫:৪৪-৭:১৬, সকাল: ১০:৪৫-১:২১, রাত: ১:১০-৩:২৩। আজকের দিনের বর্জনীয় খাদ্য: সন্ধা: ৬:৪০ পর্যন্ত কলমীশাক পরে শিম খাওয়া নিষেধ। চন্দ্রের অবস্থান: আজ চন্দ্র সিংহ রাশিতে অবস্থান করবে। সন্ধা: ৬:৪০ পর্যন্ত ১০মী পরে ১১শী তিথি চলবে। মেষ রাশি (২১ মার্চ - ২০এপ্রিল): মেষ রাশির জাতক জাতিকার দিনটি সৃজনশীল কাজের জন্য শুভ। যদিও করোনার লক ডাউনে আপনাকে গৃহে বশেই ভার্চুয়ালী কিছু কাজ চালিয়ে যেতে হবে। সন্তানের অনলাইন পড়াশোনা নিয়ে কিছুটা দুঃশ্চিন্তায় থাকবেন। প্রবসাী সন্তানের উচচ শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষার চিন্তা করার প্রয়োজন নেই। বৃষ রাশি (২১ এপ্রিল - ২০ মে): বৃষ রাশির জাতক জাতিকার দৈনন্দিন কাজ কর্মে সাফল্য লাভ। প্রত্যাশিত কাজ কর্মে কাঙ্খীত অগ্রগতির আশা। তবে গৃহস্থালী কাজ কর্ম নিয়ে ব্যস্ত থাকতে হবে। লকডাউনে আপনি বাহিরে গেলে আপনার পরিবারের সুরক্ষা নিশ্চিত করেই বেড় হবেন। আয় রোজগারের ক্ষেত্রে হোম ডেলিভারীসার্ভিস একটি নতুন ব্যবসায়ীক উদ্যোগ হতে পারে। মিথুন রাশি (২১ মে - ২০ জুন): মিথুন রাশির জাতক জাতিকার দ্রুত চিন্তা করার ক্ষমতা ও পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়ার কৌশল আজ কাজে লাগবে। প্রকাশক, সাংবাদিক, ও গণমাধ্যম ব্যক্তিদের বাড়তি আয়ের আশা। ফেসবুকের বুষ্টের কারনে ক্রয় বিক্রয় বাড়ার আশা। ছোট ভাই বোনের প্রতি আপনার দায়িত্ব ও কর্তব্য পালনের কারনে আজ তাদের কাছে হতে পারেন প্রশ্নবিদ্ধ। কর্কট রাশি (২১ জুন - ২০ জুলাই): কর্কটের জাতক জাতিকার আর্থিক সঙ্কটের সাময়ীক সমাধান আশা করা যায়। শেয়ার ব্যবসায়ীদের কিছু বাড়তি আয়ের সুযোগ আসবে। আর্থিক ক্ষেত্রে বড় ভাই বোনের সাহায্য সহযোগিতা পাবেন। ক্ষুদ্র ব্যবসায়ীদের বকেয়া বিল আদায়ের যোগ। শ্যালক শ্যালিকাকে সাহায্য করতে হবে। সিংহ রাশি (২১জুলাই - ২১ আগস্ট): সিংহ রাশির জাতক জাতিকার আজ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। ব্যবসায় ও সংসারে দ্রুত সিদ্ধান্ত না নিতে পারলে জড়িয়ে যাবেন ঋণের জ্বালে। গ্রামের বাড়িত পরিবার পরিজন পাঠিয়ে দেওয়ার বিষয়ে জীবন সাথীর সাহায্য লাভ। অংশিদারী ব্যবসায় লোকশান ঠেকাতে নিজের বিনিয়োগকে উঠিয়ে নেওয়ার প্রস্তাব দিন। কন্যা রাশি (২২ আগস্ট - ২২ সেপ্টেম্বর): কন্যার জাতক জাতিকার আজ আইনগত জটিলতা থেকে সতর্ক হতে হবে। হটাৎ করেই কোনো প্রকার জরিমানার ভয়। প্রবাসীদের বিদেশ যাত্রায় সফলতার সময়। ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের আয় রোজগার বৃদ্ধি পাবে। সাংসারিক কেনাকাটার ক্ষেত্রে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলতে হবে। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর - ২১ অক্টোবর): তুলা রাশির জাতক জাতিকার দিনটি বন্ধুদের সাহায্য লাভের। কর্মস্থলের বকেয়া বেতন বিল আদায়ের চেষ্টা সফল হতে পারে। বড় ভাই বোনের সাথে চলত থাকা বিরোধ বাড়ার আশঙ্কা প্রবল। প্রবাসী কোনো বন্ধুর সাথে যোগাযোগে সফল হতে পারবেন। আর্থিক উন্নতির দিন। বৃশ্চিক রাশি (২২ অক্টোবর - ২০ নভেম্বর): বৃশ্চিক রাশির জাতক জাতিকার দিনটি হতে পারে সাঙ্গঠনিক ভাবে ব্যস্ততার। দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাড়াতে অর্থ নয় প্রয়োজন সদিচ্ছার। পিতার কাছ থেকে কিছু অর্থ নিয়ে সামাজিক কাজে ব্যয় করতে পারেন। প্রশাসনিক ব্যক্তিদের সাহায্য লাভের সম্ভাবনা। তদবিরের কোনো কাজে সফল হতে পারবেন। ধনু রাশি (২১ নভেম্বর - ২০ ডিসেম্বর): ধনু রাশির জাতক জাতিকার বৈদেশিক কাজের ক্ষেত্রে নথিগত অগ্রগতি আশা করতে পারেন। তবে আমদানী রপ্তাণী কারকগন লকডাউনের কারনে ব্যবসায়ীক ভাবে অনেকটা পিছিয়ে পড়তে চলেছেন। জীবীকার জন্য বিদেশ যাত্রার ক্ষেত্রে ফ্লাইট সংক্রান্ত জটিলতা দেখা দেবে। ধর্মীয় কাজে দেখা দেবে অস্থিরতা। মকর রাশি (২১ ডিসেম্বর - ২০ জানুয়ারি): মকর রাশির জাতক জাতিকার আর্থিক ঝুঁকি বৃদ্ধি পাবে। শেয়ার ব্যবসায় কাঙ্খীত লাভ পেতে হলে আপনাকে হতে হবে আরো বেশি ধৈর্য্যশালী। আয় রোজগারের ক্ষেত্রে পাওনাদারের তাগাদা বৃদ্ধির আশঙ্কা প্রবল। লকডাউনে ব্যবসায়ীক ভাবে ঋণে জর্জরিত হওয়ার ভয়। কুম্ভ রাশি (২১ জানুয়ারি - ১৮ ফেব্রুয়ারি): কুম্ভ রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ীদের কোনো সুযোগ সুবিধা লাভের ঘটনা ঘটবে। দাম্পত্য ক্ষেত্রে আপনাকে হতে হবে সহনীয়। জীবন সাথী এমন কিছু আচরন করবে যা আপনার সহ্য সীমার বাহিরে। মীন রাশি (১৯ ফেব্রুয়ারি - ২০ মার্চ): মীন রাশির জাতক জাতিকার শারীরিক ও মানসিক অবস্থা ভালো যাবে না। অপ্রত্যাশিত কোনো ঘটনা ঘটতে পারে। আজ আপনার কোনো দ্রব্য হারিয়ে যেতে পারে। অভাবের সময় নগদ টাকার অপচয় করাটা হবে বোকামী। কাজের লোকের উপর নির্ভর করাটা ঠিক হবে না।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: