রোহিঙ্গা ক্যাম্পে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২১, ০২:০৩ এএম
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে স্বামী-স্ত্রীসহ তিন রোহিঙ্গার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ এপ্রিল) বিকেল ৫টার দিকে কুতুপালং দুই নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৭ ব্লক থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- ডি-৭ ব্লকের আলী হোসেনের ছেলে নুর সালাম (৩৯) তার স্ত্রী মরিয়ম বেগম (৩৫) ও শ্যালিকা হালিমা খাতুন (২৬)। পুলিশ ও ক্যাম্প সূত্রে জানা যায়, বিকেলে মাদকের টাকা নিয়ে স্বামী নুর সালামের সঙ্গে কথা কাটাকাটি হয় স্ত্রী মরিয়মের। একপর্যায়ে নুর সালাম স্ত্রীকে কুপিয়ে হত্যা করেন। সেটি দেখে শ্যালিকা হালিমা খাতুন এসে দুলাভাইয়ের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে দুইজন দুইজনকে কুপিয়ে জখম করেন। পরে হাসপাতালে নেওয়া হলে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক। উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর মোর্শেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করেছে। এলাকাবাসীর দেওয়া তথ্য মতে মাদক সেবনের টাকা না দেওয়ায় তারা একে অপরকে কুপিয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: