ভারতে জরুরি ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২১, ১২:২১ এএম
করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রাদুর্ভাবে একেবারে বিপর্যস্তকর অবস্থা ভারতের। দেশটিতে প্রতিদিনই বাড়ছে সংক্রমণ, দৈনিক আক্রান্ত হচ্ছে প্রায় সাড়ে তিন লক্ষ করে মানুষ। মৃত্যুর সংখ্যাটাও দিনকে দিন হু হু করে বাড়ছে। এমন পরিস্থিতি ভারতের করোনা মোকাবিলায় বাংলাদেশ জরুরিভাবে ত্রাণ-সাহায্য পাঠাচ্ছে। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে ভারতের সঙ্গে সংহতি প্রকাশ করে একসঙ্গে দুর্যোগ মোকাবিলা করবে। উক্ত ত্রাণ সাহায্যের মধ্যে রয়েছে পিপিই এবং অন্যান্য মেডিক্যাল সামগ্রী। দ্রুত এই সামগ্রী ভারতে পাঠানো হবে।এর মধ্যে রয়েছে ইনজেক্টেবল অ্যান্টি-ভাইরাল, ওরাল অ্যান্টি-ভাইরাল, ৩০ হাজার পিপিই কিট এবং কয়েক হাজার জিংক, ক্যালসিয়াম, ভিটামিন সি এবং অন্যান্য প্রয়োজনীয় ট্যাবলেটের প্রায় ১০ হাজার শিশি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: