বরগুনায় আবারও ডায়রিয়ার প্রকোপ, হাসপাতালে ভর্তি ১০৫

প্রকাশিত: ০৫ মে ২০২১, ১১:৩৪ পিএম
বরগুনায় ১ সপ্তাহের ব্যাবধানে আবার হঠাৎ করে ডায়রিয়ায় আক্রান্তদের সংখ্যা বৃদ্বি পেয়েছে। আজ বুধবার (৫ মে) সকাল ৮ টা পর্যন্ত বরগুনা জেনারেল হাসপাতাল সহ ৪টি উপজেলা স্বাস্হ্য কেন্দ্রে ১০৫ জন ডায়রিয়া নিয়ে ভর্তি হয়েছেন। এরমধ্যে ৪মে সকালে ভর্তি হওয়া সদর উপজেলার কেওড়াবুনিয়া গ্রামের সুলতান (৯৫) নামের একজনের আজ সকালে চিকিৎসাধীনভাবে মৃত্যু হয়েছে। সিভিল অফিসের তথ্য মতে জেলায় ডায়রিয়ায় এখন পর্যন্ত ৪ জনের মৃত্যুর কথা উল্লেখ করা হলেও বে-সরকারী হিসাবে সংখ্যা -৯ জন। বরগুনা জেনারেল হাসপাতাল সূত্রে জানাগেছে, আজ সকাল ৮টা পর্যন্ত ৩৭ জন ডায়রিয়ার রুগী ভর্তি হয়েছেন। চিকিৎসাধীন রয়েছেন, ৭৩ জন। সিভিল সার্জন অফিসের সূত্রে জানা যায়,জানুয়ারী থেকে মে ৫ তারিখ সকাল ৮টা পর্যন্ত জেলায় ডায়রিয়ায় আক্রান্তদের সংখ্যা ৭,৬২৫ জন।সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসান জানান, হঠাৎ করে আবার ডায়রিয়া রুগীর চাপ বেড়ে গেছে। আমাদের আইভি সেলাইনের সংকট আপাতত নেই। বে-সরকারী পর্যায় ছাড়াও দুজন মাননীয় সংসদ সদস্য জেলা প্রশাসক, আইভি স্যালাইন দেয়ায় চাহিদা পুরন করতে পারছি। বরগুনা জেনারেল হাসপাতাল ঘুরে দেখা গেছে, চিকিৎসক ও জনবল সংকটের কারনে রুগীদের সেবা পেতে ভোগান্তি পোহাতে হচ্ছে। কোন কোন রুগীর সাথে পরিবারে ৪-৫জন সদস্য এসে হাসপাতালে অবস্হান করায় বিশৃঙ্খল পরিবেশ তৈরী হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: