শ্রীমঙ্গলে নিলামে ৩৫ হাজার কেজি চা পাতা

প্রকাশিত: ০৬ মে ২০২১, ০২:৩১ পিএম
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় দ্বিতীয় চা নিলাম কেন্দ্রে প্রথম নিলামে ৩৫ হাজার কেজি চা পাতা ৬৫ লাখ টাকায় নিলামে বিক্রি হয়েছে। বুধবার (৫ মে ) সকালে শ্রীমঙ্গল নিলাম কেন্দ্রে অনুষ্ঠিত নিলামে চা পাতার ক্রেতা ও বিক্রয় প্রতিনিধিরা অংশ নেন। ‘টি ট্রেডার্স অ্যান্ড প্ল্যান্টারস অ্যাসোসিয়েশন বাংলাদেশ’র ব্যবস্থাপনায় অনুষ্ঠিত চা নিলামে অর্ধশতাধিক বায়ার ও ব্রোকার হাউস অংশ নেয়। নিলামে সর্বোচ্চ তিন হাজার টাকা কেজিতে চা বিক্রি করে বৃন্দাবন চা বাগানের রোজ টি প্রতিষ্ঠান। শ্রীমঙ্গল টি ব্রোকারস’র পরিচালক হেলাল আহমদের সাথে এ‌বিষয়ে আলাপকালে তিনি বলেন, এবছর আবহাওয়া অনুকূলে থাকায় চায়ের ভালো ফলন হয়েছে। এবছর লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি চা উৎপাদন হবে মৌলভীবাজার জেলায় ৯২টি চা বাগানে। ২০১৭ সালের ৮ ডিসেম্বর শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্র উদ্বোধনের মধ্যে দিয়ে ২০১৮ সালে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছিল।‌

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: