বিকালে দেশে ফিরছেন সাকিব-মুস্তাফিজ

প্রকাশিত: ০৬ মে ২০২১, ০৭:১৫ পিএম
আইপিএল স্থগিত হওয়ায় ভারত থেকে নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। আজ বৃহস্পতিবার (৬ মে) চাটার্ড ফ্লাইটে বিকেল ৫টায় হযরত শাহজালাল বিমান বন্দরে পা রাখবেন এই দুই ক্রিকেটার। জানা গিয়েছে, দেশে ফিরলেও এখনই নিজ নিজ বাড়ি অথবা পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন না সাকিব-মুস্তাফিজ। রাজধানীর ৫ তারকা একটি হোটেলে ১৪দিনের কোয়ারেন্টাইন পালন করবেন দু'জন। তারপরই শ্রীলঙ্কা সিরিজের জন্য অনুশীলনে যোগ দেবেন তারা। পূর্ব পরিকল্পনা অনুযায়ী, ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার জন্য আইপিএল থেকে ১৯ মে বাংলাদেশে ফেরার কথা ছিল সাকিব ও মুস্তাফিজের। তবে অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত হওয়ায় পূর্ব নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরলেন তাঁরা। যদিও তাঁদের কোয়ারেন্টাইনের সময়সীমা শিথিল করতে স্বাস্থ্য অধিদপ্তরের শরণাপন্ন হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটির আবেদনে সাড়া দেয়নি বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তর। ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন তাঁরা। এরপর এক বা দুদিন অনুশীলন করে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলতে নামবেন সাকিব-মুস্তাফিজ। আগামী ২৩ মে প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে ২৫ ও ২৮ মে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: